• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:১৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

নান্দাইল থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন ও ইয়াবাসহ আটক ৪

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
নান্দাইল থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন ও ইয়াবাসহ আটক ৪ প্রিন্ট ভিউ

আব্দুল হালিম সরদারঃ

ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশের অভিযানে  হত্যা ও মাদক মামলায় ৪ আসামিকে  আটক করা হয়েছে।মঙ্গলবার (৩০জানুয়ারী) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন এবং পার্শ্ববর্তী নরসিংদী উপজেলা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 আটককৃতরা হলেন,  নান্দাইলের আচারগাঁওয়ের আব্দুল লতিফের ছেলে রিয়াদ মিয়া (২২),  মফিজ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৪০),  সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামি পাচরুখী তাহেরউদ্দিনের ছেলে আজহারুল ইসলাম এবং নরসিংদী থেকে গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী নুরুল ইসলামের ওরফে জজের ছেলে শামীম ফকির (৫০)। আটকের সময় মাদক মামলার আসামি রিয়াদ মিয়ার  কাছ থেকে ৩০ পিছ ইম্পল (পেথেডিন) নামক ইনজেকশন এবং ২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নান্দাইল থানা পুলিশ সুত্রে জানা গেছে,  আটককৃতদের বিরোদ্ধে হত্যা ও মাদকের মামলা রয়েছে। তাদের মধ্যে গ্রেফতারকৃতদের নান্দাইল মডেল থানায়  শামীম ফকির উরফে লিটন ফকির (৫০) বিরোদ্ধে  (হত্যা মামলা), আসামি রিয়াদ মিয়া (২২) এবং জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদক এবং  আজহা রুল ইসলামের বিরুদ্ধে সি আর ওয়ারেন্ট  আইনে মামলা রয়েছে।

নান্দাইল মডেল থানায় শামীম ফকির উরফে লিটন ফকিরের মামলা নম্বর -১৫ তাং ১৯/১/২০২৪

জহিরুল ইসলামের মামলা নং-২৬ তাং ২৮/১২/২৩ এবং আজহারুল ইসলামের মামলা নং-২৬ তাং ২৮/১২/২৩ উল্লেখ্য করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন  পুলিশ সুপার  এবং  গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের  দিকনির্দেশনায় তালিকা ভুক্ত ৪  আসামিকে গ্রেফতারপূর্কব বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন