• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:০১
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

কুড়িগ্রামে ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রিপোর্টার : আনোয়ার সাঈদ তিতু
কুড়িগ্রামে ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

সোমবার, ১৮ ডিসেম্বর ' ২০২৩ ইং কুড়িগ্রামে ৪ টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে । সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন ।এ সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুল মোত্তাকিম, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিনসহ প্রার্থী, সমর্থক ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন ।এবার জেলার ৪ টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামীগ থেকে ২ জন, জাতীয় পার্টি থেকে ৪ জন অংশগ্রহন করছে । এরমধ্যে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামীলীগের ২ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নেন । এছাড়াও জাকের পার্টির ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলেও কুড়িগ্রাম-১ আসন থেকে আব্দুল হাই নামে একজন প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন । এর বাইরে ৫ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৪ জনই আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে অবস্থান করছেন ।

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন