• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৯:২১
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

গাইবান্ধা জেলায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা জেলায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

আলামিন( গাইবান্ধা জেলা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মাননীয় ডিআইজি, বাংলাদেশ পুলিশ,  রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়ের গাইবান্ধা জেলায় পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেব অংশগ্রহণ ও পুরস্কার বিতরণ।

MEDIA CELL, DISTRICT POLICE GAIBANDHA

অদ্য ০২ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ জনাব মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর  মহোদয় গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে  ডিআইজি মহোদয় গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। মাননীয় ডিআইজি মহোদয় বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্র চত্ত্বরে বৃক্ষরোপন করেন। ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা  জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়। সম্মানিত ডিআইজি মহোদয় এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে গাইবান্ধা পুলিশ লাইন্স মেসে অফিসার ও ফোর্সদের সাথে ডিআইজি মহোদয় মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। 

অতঃপর মাননীয় ডিআইজি মহোদয় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),  জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), জনাব উদয় কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), অফিসার ইনচার্জ (সকল থানা), ওসি ডিবি, টিআই প্রশাসন ও ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই(পুলিশ লাইন্স), পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।

খেলাধুলা

বিনোদন

আরও পড়ুন