• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১২:৫৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ট্রেনে নাশকতা করতে গিয়ে আহত এক জন,আটক-১

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ট্রেনে নাশকতা করতে গিয়ে আহত এক জন,আটক-১ প্রিন্ট ভিউ

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে দাঁড়ানো ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করে নাশকতা সৃষ্টি করতে গিয়ে ফরহাদ হোসেন (১৮) নামে এক দুর্বৃত্ত্ব আনসার ভিডিপি সদস্যদের হাতে আটক হয়েছে । এ  ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য আহত হয়েছেন ।

 আটককৃত ফারহাদ হোসেন উপজেলার গফরগাঁও ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মোঃ ইউসুফ হোসেনের ছেলে। গতকাল (৮জানুয়ারী) সোমবার দিবাগত রাত ১.২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

গফরগাঁও রেলওয়ে কর্মরত আনসার ভিডিপি সুত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস নামে একটি ট্রেন রাত ১.২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনে এসে দাঁড়ালে ফরহাদ ও তার সঙ্গীয় দুষ্কৃতিকারীর একটি বাহিনী হাওর এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন অংশে স্বজোরে এলোপাতাড়ি ইট পাটকেল,  পাথর নিক্ষেপ করতে থাকে। এতে হাওর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। 

পাথর ছুড়ার শব্দ শুনে দায়িত্বরত আনসাররা এগিয়ে এলে দুর্বৃত্ত্বদের সাথে ধস্তাধস্তিতে  গফরগাঁও ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার মোস্তফা (৪৫) আহত হয়ে মাটিতে পরে যায়। পরে জি,আর,পি পুলিশ ও আনসারা দাওয়া করে একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।  অন্যান্য সদস্যরা হলো ইউনিয়ন দলনেতা হুমায়ুন আহমেদ,  আনসার সদস্য জসিম, সোহাগ এবং উপজেলা কোম্পানি কমান্ডার আক্তার হোসেন।

গফরগাঁও উপজেলা আনসার ভিডিপি কমান্ডার আব্দুল হামিদ খান বলেন, ট্রেন নাশকতাকারী ফরহাদকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গফরগাঁও উপজেলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান বলেন,  আটককৃত ফরহাদ হোসেন (১৮) কে আজ (৯ জানুয়ারি) মঙ্গলবার ১.৩০ টার দিকে যান চলাচলে বাঁধা এবং জনগনের জানমালের নিরাপত্তার বিনষ্টকারী মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন