• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১১:৪২
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

রাজারহাটে জাপার বিতর্কিত কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ

রিপোর্টার : মোশাররফ হোসেন
রাজারহাটে জাপার বিতর্কিত কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ প্রিন্ট ভিউ

মোশাররফ হোসেন রাজারহাট কুড়িগ্রাম :

কুড়িগ্রাম জেলায় অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামকে সদস্য সচিব  ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে আহ্বায়ক কমিটি গঠন করায় হয়। ফলে বর্তমান জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ সহ বেশকিছু পূর্বের পদধারীকে বাদ দিয়ে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। ফলে পূর্বের কমিটিতে থাকা পদ পদবী বঞ্চিত নেতারা জেলায় নতুন কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করন।

বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে  কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির নেতৃত্বে রাজারহাট উপজেলা জাতীয় পার্টি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষুব্ধ  নেতারা এসময় নবগঠিত সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর সালাম ও আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাকের  কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ কালে কমিটি বাতিলের জোর দাবি তোলেন।

জাতীয় পার্টির রাজারহাট উপজেলা সদস্য সচিব ওয়াহেদ আলী  নতুন কমিটি গঠনের অভিযোগ এনে বলেন কিছু হাইব্রিড নেতা জিএম কাদেরকে ভুল বুঝিয়ে একটি পাতানো পকেট কমিটি গঠন করে। আমরা এই অবৈধ ও পাতানো কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক শফিউল আলম, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি রেজাউল করিম ব্যাপারি, বিদ্যানন্দ ইউনিয়নের সভাপতি শাহ আলম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, ছিনাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউর রহমান স্বপন, উপজেলা যুব সংহতির আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব শাহাজাহান আলী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি লিটন আহমেদ ও সাধারণ সম্পাদক  আতিকুর রহমান আপেল।

জাতীয়

রাজনীতি

আরও পড়ুন