• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৯:২১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সোনাতলায় বালু উত্তোলন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত- ৬

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সোনাতলায় বালু উত্তোলন নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত- ৬ প্রিন্ট ভিউ

মামুন,বগুড়াঃ

বগুড়ার সোনাতলায় যমুনা নদী থেকে কোটি টাকার বালু উত্তোলনর টার্গেট নিয়ে বালু ব্যবসায়িরা বালু উত্তোলন অব্যাহত রেখেছে। বালু উত্তোলন নিয়ে দই পক্ষের মধ্যে মারপিটে ৬ জন আহত হয়েছে। এদিকে বালু উত্তোলনের ফলে নদীকূলীয় প্রায় ৩ শতাধিক বাড়ি ঘর, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়বে। বগুড়া সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১০ থেকে ১১ কিলোমিটার দূরে পুর্বের যমুনা নদীতে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ জনপদ হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলন কে কেন্দ্র করে ওই এলাকায় বালু ব্যবসায়ী দু'পক্ষের মধ্যে গত বৃহস্পতিবার মারপিটের ঘটনা ঘটেছে। এতে একই এলাকার মৃত ফরাজ আলী মোল্লার ছেলে অজিত মোল্লা (৬৫), আলাউদ্দীনের ছেলে নয়ন মিয়া(১৯), টুলি বেগম (৪২) নুরুল ইসলাম (৬০), ডিপজল (২১) ইকবাল হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছে। আহতদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন,মূলত  এলাকায় দু'পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এবিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন