• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:৪২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

দ্রুতই স্বীকৃতি মিলবে একাত্তরে বাংলাদেশের গণহত্যা

রিপোর্টার : চট্রগ্রাম সংবাদদাতা::
দ্রুতই স্বীকৃতি মিলবে একাত্তরে বাংলাদেশের গণহত্যা প্রিন্ট ভিউ

 চট্রগ্রাম সংবাদদাতা::
চট্টগ্রাম প্রেস ক্লাবে ইউরোপিয়ান প্রতিনিধি দলের মতবিনিময় সভায় খুব দ্রুতই বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশে সফররত ইউরোপের মানবাধিকার প্রতিনিধিদল। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেদারল্যাণ্ডের সাবেক সংসদ সদস্য ও মানবাধিকারকর্মী হ্যারি ভ্যান বোমেল,  জেনোসাইড স্টাডিজ’র অধ্যাপক ড. অ্যান্থনি হল্সল্যাগ, ফ্রেন্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ডপ্রাপ্ত যুক্তরাজ্যের সিনিয়র সাংবাদিক এবং জেনোসাইড গবেষক ক্রিস ব্ল্যাকবার্ণ, ইবিএফ-নেদারল্যান্ড শাখার সভাপতি ও প্রবাসী সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ এর চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া, ইবিএফ- যুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমেদ উল্লাহ, আমরা ৭১-এর প্রধান সমন্বয়ক হেলাল ফয়েজী এবং কলামিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দত্ত।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সূচনা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

হ্যারি ভ্যান বোমেল বলেন, চারটি আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে এসে আমরা ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছি। বাংলাদেশে জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি দ্রুত সময়ে সফল হবে বলে আশা করেন নেদারল্যাণ্ডের সাবেক এই সংসদ সদস্য ও মানবাধিকারকর্মী 

এ সময় বক্তারা বলেন, যদিও দেরি হয়ে গেছে তারপরও অনেক দূর গড়াইনি আমরা আশাবাদী মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি আদায়ে করতে সক্ষম হব। ৭১ এর জেনোসাইডের স্বীকৃতি সময়ের দাবি। অনুষ্ঠান সফল করায় ক্লাব সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

জাতীয়

আরও পড়ুন