• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৯:১৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

শীতের আগমনে ব্যস্ত লেপ তোশক কারিগররা

রিপোর্টার : ফাহাদ মোল্লা
শীতের আগমনে ব্যস্ত লেপ তোশক কারিগররা প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লা ঃ

মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা জুরে শীতের আগমন বার্তায় লেপ তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা শীত নিবারনের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোশক বানাতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা  আবার কেউ কেউ পুরানো লেপ তোশক মেরামতের জন্য কারিগরদের কাছে যাচ্ছেন।ইতি মধ্যে শ্রীনগর  উপজেলায় সন্ধা  রাতে ও ভোরে শীত অনুভূত হচ্ছে। ফলে যে যার সাধ্যমতো শীত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। শ্রীনগরে ভাগ্যকুল বাজার ঘেষে পদ্মানদীর পারের লোকজন সকালে  ও রাতে গায়ে চাদর ও হালকা শীতের পোষাক জড়াচ্ছে, রাতে বিছানায় টেনে নিতে হচ্ছে কাথা বা কম্বল ভাগ্যকুল বাজারের বাসিন্দা মোঃ রুবেল  বলেন, একটা  লেপ তৈরি করতে ২ হাজার থেকে ৩ হাজারের বেশি টাকা খরচ হয় লেপ তোষক বানানোর ক্ষমতা আমার নেই। তাই আমি পুরানো লেপকে মেরামত করে ব্যবহারের উপযোগী করছি,তিনি আরো জানান,আমরা গরির মানুষ বাবা যে টাকা ইনকাম করে তাতে করে আমাদের  চলতে কষ্ট হয় আর গায়ে দেওয়ার নতুন লেপ বানাবো কিভাবে আমরা খেটে খাওয়া মানুষ। তরিকুল ইসলাম  জানান,আধুনিক যুগে ব্যাপক হারে বেড়েছে কম্বলের দাপট তবে সেকালের লেপের বিকল্প নাই। লেপ যেমন আরামদায়ক, তেমনি  গরম তাই লেপ ছাড়া শীত ভাবাই যায় না।

সারাদেশ

শীত

আরও পড়ুন