• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:০১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভূঞাপুরে নদী ভাঙন রোধে জিও ব্যাগ পেয়ে স্বস্থির নিঃশ্বাস এলাকাবাসীর।

রিপোর্টার : মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ
ভূঞাপুরে নদী ভাঙন রোধে জিও ব্যাগ পেয়ে স্বস্থির নিঃশ্বাস এলাকাবাসীর। প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ

যমুনার স্রোতে ক্রমাগত ভাঙন রোধে ১  কিলোমিটারের মধ্যে রবিবার  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম উদ্বোধন করেছেন এমপি ছোট মনির। এতে কিছুটা  স্বস্তির নিঃশ্বাস ফেললেও   স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। 

রবিবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল গোবিন্দসী ইউনিয়নের পাটিতা পাড়া ল্যাংড়া বাজার  পর্যন্ত ১কিলোমিটার নদী তীরবর্তী   এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। এতে ভাঙন কবলিত মানুষের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি  এলাকাবাসীর। এছাড়া ঐ দিন কার্যক্রম  উদ্বোধন করলেও কর্যক্রম শুরু করতে সময় লাগবে বলে জানায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড।

   এর আগে ভাঙন রোধে উপজেলার দুই ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ফেলা হলেও মাঝখানে কিছু অংশ বাদ রেখা হয় । সেই স্থানে পানির চাপ বেশি পড়ায় তীব্র ভাঙন দেখা  দেয়। পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় গত ২৪ আগষ্ট ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন। ভাঙনরোধে কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে  এবং

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। পরে গত রবিবার এমপি ছোট মনির  এলাকাবাসীকে আশ্বস্ত করে

মাঝখানের ফাঁকা অংশে   তিন চার দিনের মধ্য জিও ব্যাগ ডাম্পিং শুরু হবে পূর্বের ঘোষণা অনুযায়ী গত শনিবার দুপুরে জিও ব্যাগ ডাম্পিং কাজ উদ্বোধন করেন।  উদ্বোধন কালে  উপস্থিত থাকেন এমপি ছোট মনির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ভূঞাপুর  থানা অফিসার ইনচার্জ  মোহাম্মদ আহসানুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আরিফুল হক আরজু   গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার প্রমুখ। 

রবিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে টাঙ্গাইল  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান সারেজমিনে পর্যবেক্ষণ করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে তার পর বরাদ্দ পেলে ডাম্পিং ব্যবস্থা গ্রহন করা যাবে। 

সারাদেশ

আরও পড়ুন