• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:৪২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ জাল উদ্ধার।

রিপোর্টার : আব্দুস সালাম
পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ জাল উদ্ধার। প্রিন্ট ভিউ

আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গতকাল শুক্রবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়।এ  বিভিন্ন অভিযান পরিচালিতকরে,১০০০০মিটারঅবৈধকারেন্ট  জাল ও৯০মিটার চায়না দূয়ারীজব্দ করে তার জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়ওজনসচেতনতায় প্রচার  চালিয়ে যাচ্ছে।

দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত একটিচায়না জাতীয়দূয়ারী যা দেশপ্রযুক্তির উদ্ভাবিত একটি পণ্য। যারফাঁদে সকল প্রকার দেশীয় মাছ ধ্বংস হচ্ছে।দেশীয় প্রজনন সকল প্রকার দেশীয় মাছ বৃদ্ধির লক্ষ্যে  উপজেলা  নির্বাহী অফিসার মেহেদী মুর্শিদের নির্দেশে চরভদ্রাসনমৎস  অধিদপ্তর পরিচালিতকরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান অব্যাহত রয়েছে ।

এ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন চরভদ্রাসন থানার সঙ্গীও ফোস'নিয়েপ্রতিনিয়তে অভিযানপরিচালিত করে আসছে।

সারাদেশ

আরও পড়ুন