• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৯:৫৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সোনাতলায় পানিতে ডুবে মৃত‍্যু ভাইবোনের।

রিপোর্টার : নুরে আলম সিদ্দিকী সবুজ
সোনাতলায় পানিতে ডুবে মৃত‍্যু ভাইবোনের। প্রিন্ট ভিউ

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় পুকুরের পানিতে ডুবে মোস্তাক বিল্লা জিসান(৯) ও আফিয়া খাতুন(১৩) নামের দুই চাচাতো-জেঠাতো ভাইবোনের মৃত‍্যু ঘটেছে। ঘটনাটি ১৫ অক্টোবর বিকেলে উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামে ঘটেছে। জিসান ওই গ্রামের জিল্লুর রহমানের প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্র ও আফিয়া খাতুন একই গ্রামের আতাউর রহমানের ষষ্ট শ্রেণি পড়ুয়া ছাত্রী। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসীরা জনান, গবারপাড়া গ্রামের আপন দুইভাই আতাউর ও জিল্লুর ছেলে-মেয়ে রবিবার দুপুরে তাদের বাড়ীর পশ্চিম পাশে পুকুরে গোসল করতে নামে। এদের মধ‍্যে জিসান অল্প অল্প সাঁতার জানে কিন্তু আফিয়া একেবারেই জানেনা। এ সময় দুই ভাইবোন দইটি কলাগাছ দিয়ে খেলছিল।হঠাৎ আফিয়া হাত পসকে পানিতে পড়ে ডুবে গেলে জিসান বোনকে বাঁচাতে যায়। তখন দু'জনেই পানিতে ডুবে যায়। পাড়া-প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে উপজেলি স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এ ব‍্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান,মৃত পরিবারের কাহারো কোন আপত্তি না থাকায় মৃতদেহ দুইটি দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং থানায় অস্বাভাবিক মৃত‍্যু মামলা দায়ের হয়েছে।

মৃত্যু

আরও পড়ুন