• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৯:১৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভূঞাপুরে হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে হলুদ রঙে সেজেছে ফসলের মাঠ প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল, ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল) 

"অপরূপ সৌন্দর্য্যে পল্লীর মাঠে সরিষা ফুল দোলায়,তাই প্রকৃতি আজ মুগ্ধ হয়েছে হলুদ রঙের ছোঁয়ায়" সরিষা ফুলের হলুদ রঙে সেজেছে টাঙ্গাইলের ভূঞাপুরের ফসলের মাঠ। 

সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে মনোমুগ্ধকর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। বিস্তৃত ফসলের মাঠে হলুদ সরিষা ফুল, বিকেলের হলুদরাঙা সূর্যের কিরণে হেসে ওঠে হলুদ সরিষা ফুল। 

সোনাঝরা রোদে পড়ন্তবেলায় সরিষা ফুল বাতাসে দল মেলে  সৌন্দর্য নিয়ে। আর সেখানেই বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পরেছে মধু সংগ্রহকারীরা। ক্ষেতের পাশে মৌ চাষের বাক্সস্থাপনের  ফলে সরিষার ফলন ২০ শতাংশ বেড়ে যায়। তার সাথে মধু আহরণ করে লাভবান হচ্ছে মৌচাষিরা।

জানা যায়, সরিষা মৌসুমে বিভিন্ন এলাকা থেকে মৌ চাষিরা মধু সংগ্রহের জন্য বাক্স নিয়ে আসেন। সরিষা ফুল ফোটার সাথেই সাথেই 

মৌ চাষিরা সরিষা ক্ষেতের পাশে সারি সারি মৌমাছির বাক্স বসিয়ে থাকেন।

 সরিষা চাষে খরচ কম ও বেশি লাভ হওয়ায় এ বছরে কৃষকরা ব্যাপকভাবে সরিষা চাষ করেছে।

 উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ফলদা ইউনিয়নে চলতি বছরে সরিষার ব্যাপক আবাদ হয়েছে। সরিষা চাষের জন্য এখান কার মাটি খুব ইউপযোগী। 

সরেজমিনে গিয়ে দেখা যায় গত বছর সরিষার ভালো ফলন হওয়ায় যেসব জমি পতিত থাকতো এ বছর সেসব জমিতেও সরিষার আবাদ হয়েছে। 

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে এ বছর ৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল ও স্থানীয় উভয় জাতের সরিষা কৃষকরা চাষ করেছে। আমরা কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ সহ মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। সরিষা খেতের পাশ দিয়ে মধু সংগ্রহের জন্য ৫৩২ টি বক্স স্থাপন করেছে মৌয়ালরা।

সারাদেশ

বাংলাদেশ

ভিন্ন স্বাদের খবর

আরও পড়ুন