• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৪:২৩
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

নরসিংদীর শিবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

মাহমুদুল হাসান লিমনঃ

নরসিংদীর শিবপুর উপজেলার অন্যতম সুনামধন্য,  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, সংবর্ধনা প্রদান, উপকরণ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

ক্ষুদে শিক্ষার্থীরা উপকরণ ও বিজ্ঞান মেলায় তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে খুব ভালো লেগেছে বলে জানায় শিক্ষার্থীরা।  দিনব্যাপী আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের মাঠে বিজ্ঞান মেলা ও ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি প্রাপ্ত ২৬ জন শিক্ষার্থী কে সংবর্ধনা দেওয়া হয়। সরকারী কোটা অনুযায়ী দুইজন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা দুজনই ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। শিবপুর এ বি বৃত্তি ফাউন্ডেশন কর্তৃক ২০২২ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ট্যালেন্টপুল ৮ জন সহ ২৬ জন বৃত্তি পেয়েছে।


এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির সনদপত্র বিতরণ করা হয়। আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মেধাবী  শিক্ষার্থীদের সংবর্ধনা ,উপকরণ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালয়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বীনা রাণী সরকার, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুউদ্দিন আহম্মেদ দর্জি,অত্র একাডেমির প্রতষ্ঠাতা সদস্য এডভোকেট শামীম আহমেদ খাঁন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

জিপিএ-৫

বৃত্তি

আলোচনাসভা

আরও পড়ুন