• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০২:৫৭
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

সোনাতলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মাহফুজ আলম সোহেল

রিপোর্টার : মামুন
সোনাতলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মাহফুজ আলম সোহেল প্রিন্ট ভিউ

মামুন বগুড়াঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বগুড়ার সোনাতলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি মনোনীত হয়েছেন মাহফুজ আলম সোহেল। প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিক মন্ডল এবং প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার মাহবুব হোসেন স্বাক্ষরিত ফলাফল পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মাহফুজ আলম সোহেল শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। তিনি দুই বছর আগে ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। শিক্ষার গুণগতমান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ এবং ঝরে যাওয়া শিশুদের শিক্ষায় উদ্ভুদ্ধ করেন মাহফুজ সোহেল নিয়োমিতভাবে। গ্রামের কোনো শিশু যাতে শিক্ষাবঞ্চিত না হয় সেদিকে তিনি বিশেষ নজর রাখেন। অর্থের অভাবে তার গ্রাম ও আশেপাশের গ্রামের অনেকেই তার সহযোগীতায় লেখাপড়া ধরে রেখেছে। মাহফুজ আলম সোহেল দৈনিক নবদিগন্তকে বলেন, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আমার বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি শিক্ষার্থীদের উপস্থিত শতভাগ নিশ্চিত করতে কঠোরভাবে কাজ করেছি। আমার স্কুল থেকে একটি শিক্ষার্থীকেও ঝরে পড়তে দেইনি। মাঝেমধ্যেই বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করে নানাধরণের সচেতনতা বৃদ্ধি করেছি। আলাদাভাবে নিয়োমিত মা সমাবেশ করে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের বাগান,ফুলবাগান, সবজি বাগান নিজ উদ্যোগে করেছেন, এছাড়াও শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন। 

এসব কর্মকান্ডের মূল্যায়নস্বরূপ মাহফুজ আলম সোহেল কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন জেলা পর্যায়েও তার কর্মকান্ড গুলোর মূল্যায়ন করা হবে। মাহফুজ আলম সোহেল একজন শিক্ষানুরাগী। 

জাতীয়

সারাদেশ

পড়াশোনা

শিক্ষা

স্কুল

ফলাফল

নির্বাচন

মাধ্যমিক

বাংলাদেশ

আরও পড়ুন