• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৫:১৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে ইউএনও মাসুমা জান্নাতকে সংবর্ধনা

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে ইউএনও মাসুমা জান্নাতকে সংবর্ধনা প্রিন্ট ভিউ

সাইফুল ইসলাম,চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ ১৯ফেব্রুয়ারী-২০২৪ খ্রিস্টাব্দ সোমবার কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের পক্ষ থেকে কলেজ অডিটোরিয়ামে কর্ণফুলী'র উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মাসুমা জান্নাত'কে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ  জনাব মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও এ কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব শামীম আকতার চৌধুরী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি: জনাব মাসুমা জান্নাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কর্ণফুলী, চট্টগ্রাম।  এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির সদস্য যথাক্রমে জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, জনাব মোহাম্মদ ফোরকান উদ্দিন।ডা. ফারহানা মমতাজ,জনাব সৈয়দ জালাল আহমেদ রুম্মান, জনাব মোঃ জাফর ইকবাল,জনাব মৃদুল আচার্য্য, জনাব মৌলানা ওসমান গণি,জনাব নাজনীন সুলতানা  সদস্য,জনাব হারুন অর রশিদ,অধ্যাপক মোঃ শফিকুর রশিদ,শিক্ষক পরিষদ সম্পাদক এইচএম আবু ওবায়দা ও উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ। 

এর আগে সংবর্ধিত অতিথি, জনাব মাসুমা জান্নাত'কে গার্ড অফ অনার  দিয়ে বরণ করে নেন কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রায় ৬০জন সদস্যের চৌকস দল।

সংবর্ধিত অতিথি নবাগত ইউএনও জনাব মাসুমা জান্নাত বলেন,''২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার লক্ষে তরুন প্রজন্ম শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, লেখাপড়ায় ভালো করতে হবে,তবেই সুন্দর সমাজ বিনির্মাণে তোমরা ভূমিকা রাখতে পারবে''।

রোভার সাজ্জাদ হোসেন এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। নবাগত ইউএনও মহোদয়কে কলেজের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, ক্রেস্ট প্রদান করেন শিক্ষক প্রতিনিধি জনাব নাজনীন সুলতানা ও শিক্ষক পরিষদ সম্পাদক এইচএম আবু ওবায়দা। এছাড়া রোভার স্কাউটস গ্রুপ, যুব রেড ক্রিসেন্ট ও সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সংবর্ধিত অতিথি জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা'২০২৪ এ জাতীয় প্রতিযোগিতায় মুকাভিনয়ে প্রথম স্থান অর্জন করায় রোভার সাজ্জাদ হোসেন কে সনদ প্রদান করেন।

উলেখ্য বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)'২০২৪ খ্রিস্টাব্দ সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক আদেশে  কর্ণফুলীতে মাসুমা জান্নাতকে  ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

মাসুমা জান্নাতের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার 

পেকুয়া উপজেলায়। তিনি ৩৫ তম বিসিএস এ উত্তীর্ণ

 হয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে দেশের একজন প্রশাসন সার্ভিসের কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন। চট্টগ্রাম কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সারাদেশ

আরও পড়ুন