• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ০১:১৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সদরপুরের-চরভদ্রাসন সীমান্তবর্তী এলাকা চলাচলে চরম দুর্ভোগ

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
সদরপুরের-চরভদ্রাসন সীমান্তবর্তী এলাকা চলাচলে  চরম দুর্ভোগ প্রিন্ট ভিউ

আঃছালামঃ

ফারিদপুরের সদরপুরেরওচর ভদ্রাসনের সীমানা বতী' এলাকা আঃ শীকদারডাংগী গ্রামের ওসদরপুরের  সীমানাবতী' দক্ষিন  আলম নগর গ্রামের এলাকা বাসীর একমাএ  যাতায়াতের পথ সীমানা নিধা'রিত না হওয়ায় কোন আইডি না থাকায় মানুষের চলাচলে চরম দূভোগ পোহাতে হচ্ছে। 

সরজমিনে দেখাগেছে, সদরপুর-চরভদ্রাসন সীমানা বতী' আঃশীকদার ডাংগীও দক্ষিন আলম নগর বাসী  দীঘ'  দিন ধরে  একমাত চলাচলের পথেসীমানা নিধা'রন না হওয়ায় ও আইডি নাথাকায়  সাধারন মানুষের চলাচলে রাস্তা না থাকায়  চরমভাবে দূভোগ'  পোহাতে হচ্ছে। 

এব্যাপারে  চরভদ্রাসন  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান রাস্তার জন্যজলমহলে ২ লক্ষ ৭০ হাজার টাকা   বরাদ্দ তা থেকে৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান ১লক্ষ্য৯০,০০০টাকার বরাদ্দ  ২নংওয়াড'মেম্বার কুববাত হোসেনকে ঐটাকায় নামমাএকাজ  করেছে। এব্যাপারঐসময়ের উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপাও প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হক টিটো কে বরাদ্দকৃত অর্থ সঠিক ব্যায় করার জন্য  বারবার বলে তার গুরুত্ব দেননি।এলাকাবাসী জেলাপ্রশাসকের নিকটঅভিযোগ করে রাস্তাটিরজন্য।  সামসূল হক (সোনা) চর ভদ্রাসনের বরাদ্দ কাজ  করতে দেয়নি, সদরপুর উপজেলার চর বিষ্ণু পুর ইউনিয়নের চেয়ারম্যান  এক টন টি আররে প্রকলপ দিলেও সামসূলহক কাজ করতে দেয়নি।

এব্যাপারে এলাকাবাসীর  পক্ষে কবির শিকদার  গোলামমোস্তফার কাছে  যাতায়াতে জন্য সাধারণ  মানুষের চলাচলের জন্য পথের দাবী করে,ও নূরা প্রামানিকের কাছে পথে জন্য একই দাবি  করে।

এ ব্যাপারে আষাদ মৃধাকে যাতায়াতের জন্য বললে,তিনি জানায়,সামসুলহকে র জমির দিকে হজরত প্রামাণিক দিন দিন ঝুকে ষাওয়ায় পথ সংকুচিত হচ্ছে  সাধারণ  মানুষের চলাচলের রাস্তা। এলাকা বাসী  চলাচলের রাস্তা সম্প্রপাসারনের দাবী করছে।

ছবিতে রাস্তাটি জন্য  স্বেচ্ছাসেবক ভিত্তিতে বত'মান ছাএলীগের সভাপতিমুকাদ্দেস হোসেনওএলাকার যুবকদের নিয়ে  ৩/৪মাসআগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের কাছে অর্থ জোগাড় করে ওনিজে মাটির কাজ করছে।

সারাদেশ

আরও পড়ুন