• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:১৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফরিদপুর চরভদ্রাসনে উঠান বৈঠক।

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুর চরভদ্রাসনে উঠান বৈঠক। প্রিন্ট ভিউ

আব্দুস সালাম স্টাফ রিপোর্টার ঃ

ফরিদপুরে চরভদ্রাসন আব্দুল শিকদার ডাংগীগ্রামে শাহজাহান সিকদারের  সভাপতিত্বে ২৯শেঅক্টোবর বেলা ১১ঘটিকায়  একউঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এ উঠান বৈঠকে স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা৷ ছাত্রলীগের সভাপতি মুকাদ্দেস হোসেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ তিনি বলেন, আমার উন্নয়ন প্রকল্প নিক্সন চৌধুরীউন্নয়ন  ঢালো ওভাবে প্রচারকরছে নদী ভাঙ্গনের যে প্রকল্পটিরসুফল ভোগ করছেন, 

সেটা  এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর শশুড় আনোয়ার হোসেন মঞ্জু পানি সম্পদ মন্ত্রী প্রকল্পটি বাতিল চেয়ে চিঠি দিয়েছিলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে" নদী ভাঙ্গনের  প্রকল্পটি প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে ফোন করে প্রকল্পটি চালু করার নির্দেশ দেনও বর্তমান বাস্তবায়িত হইছে।

তিনি এমপি নিক্সন চৌধুরী উদ্দেশ্য বলেন, সবাইকে চেয়ারম্যান নির্বাচিত করেন।আমি প্রধানমন্ত্রীরসাথে দেখা করে এহসানুল হক মামুনকে নৌকা এনেছি। 

তিনি আরওবলেন,আমি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য নির্বাচন করি, আমি বাড়ি গাড়ি করার জন্য রাজনীতি করি না।

আমি হরতাল উপেক্ষা করে আপনাদের পাশে আমি আছি, এবং থাকবো। আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী কে পুনরায়  নির্বাচিত করুন। উঠান বৈঠকেআরও উপস্থিত ছিলেন , উপজেলা সেবক লীগের যুগ্ন আহবায়ক জুয়েল রানার সঞ্চালনায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের আহবায়কইসহাক হোসেন,জেলা কৃষক ও সমবয় বিষয় সম্পাদক বাবু দীপক মজুমদার, সদরপুর উপজেলার যুগ্ম আহবায় ব্যারিস্টার রিপন শিকদার, চরভদ্রাসনউপজেলা  আওয়ামী লীগের যুগ্ন আহবায়কগণ, ফকির মোশাররফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল , এহসানুল হক মামুন, জেলাছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিমশিউর রহমান মিম ,চরবিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক,  উপজেলাছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান,  উপজেলা মহিলা নেত্রী হাসিনা আক্তার, সালমা বেগম,  ব্যবসায়ীকবির শিকদার২নংওয়ার্ড মেম্বার কুব্বাত  হোসাইন, শামসুল হক  প্রমুখ। 

আলোচনাসভা

আরও পড়ুন