• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৫:৩৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বন্যার পানিতে ঘাঘট নদীর কাঠের ব্রীজ ভাঙ্গন।

রিপোর্টার : আলামিন মন্ডল
বন্যার পানিতে ঘাঘট নদীর কাঠের ব্রীজ ভাঙ্গন। প্রিন্ট ভিউ


বন্যার পানিতে ঘাঘট নদীর কাঠের ব্রীজ ভাঙ্গন।গাইবান্ধা জেলার,সাদুল্লাপুর উপজেলার, চাঁন্দের বাজার হইতে রসুলপুর এর মধ্যবর্তী স্থানে ঘাঘট নদীর উপড়ে একটি বড়ো কাঠের ব্রীজ ছিল।বন্যার কারনে ব্রীজটির মধ্যবর্তী স্থানে ভেঙ্গে গিয়ে বন্যার পানিতে ভেসে যায়। এই অবস্থায়  দুই এলাকার মানুষের যাতায়াত  ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুই এলাকার মানুষের বিকল্প যাতায়াত করার কোনো  ব্যবস্থা নাই।এবং উক্ত এলাকায়  উত্তর ভাংঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ওই প্রতিষ্ঠানের রসুলপুর এলাকার প্রায় (৯০) জন ছাএ ছাএী শিক্ষা গ্রহণ  করতে আসেন উক্ত প্রতিষ্ঠানে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ার কারনে ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে পারছে না। যার প্রভাব তাদের ব্যক্তিগত জীবনে এবং শিক্ষাগত জীবনে গিয়ে পড়ছে।

এবং দুই এলাকার মানুষ একত্রিত হয়ে চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এর নিকট বিনীত নিবেদন করেন যে আমাদের ব্রীজটি অতি তাড়াতাড়ি মেরামত করে দেয়ার ব্যবস্থা গ্রহণ হোক। কিন্তু চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এর নিকট হতে কোনো সহযোগিতা  পায়নি বলে জানান।

এবং তাড়া সরকারের কাছে বিনীত নিবেদন জানিয়েছে যে চান্দের  বাজার এবং রসুলপুর এর মধ্যবর্তী স্থানের ব্রীজটি যেন তাড়াতাড়ি মেরামত করে দেয়ার  ব্যবস্থা গ্রহণ করেন।

সারাদেশ

আরও পড়ুন