• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:৩৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নগরকান্দা ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় সেবা

রিপোর্টার :
নগরকান্দা ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় সেবা প্রিন্ট ভিউ

নজরুল শেখ ,নগরকান্দা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া ভোট অফিসে,  ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণের দোড়গড়ায় পৌছে গেছে অনলাইন ভিত্তিক সকল সেবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সারা দেশে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল সেন্টার। যার মাধ্যমে সরকারি বেসরকারি তিনশত এর বেশি সেবা প্রদান করা হচ্ছে। যার মাধ্যমে জনগণকের জেলা শহরে বা উপজেলা শহরে না গিয়ে ই বাড়ীর পাশে হাতের নাগাল হতেই ই পাচ্ছে সকল সেবা। ডাঙ্গী ইউনিয়নের উদ্যোক্তা মোঃ হাচান কাজীর সাথে কথা বলে জানা যায় যে,তিনি সরকারি  ও বেসরকারি ৩০০+ অধিক সেবা প্রদান করছেন । যার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন সহ, পাসর্পোটের আবেদন, নামজারির আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, ই-পর্চা উত্তোলন, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, সরকারি চাকুরীর আবেদন, জাতীয় পরিচয়পত্রে সংশোধন ও নতুন এনআইডি উত্তোলনসহ নানান প্রকার সেবা প্রদান করছেন তিনি। 

এ বিষয়ে একজন সেবা গ্রহিতার সাথে কথা বলে জানতে পারি যে সেবা গ্রহিতা বলেন, আগে আমাদের পাসর্পোট আবেদন ও ফি প্রদান করতে জেলা শহরে যাওয়া লাগত। যার ফলে খরচ হত অনেক অর্থ ও সময়। কিন্তু এখন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে হাসান ভাইয়ের কাছ থেকে এক বসাতে পাসর্পোটের আবেদন ও ফি প্রদান করলাম। খরচ কম লাগলো ও সময় ও কম লাগলো। অন্যএকজন সেবাগ্রহিতা বলেন, আমার জাতীয়পরিচয়পত্রের ভুল হয়েছিল। যার জন্য বিভিন্ন জায়গা গেছি কাজ হয় নাই। কিন্তু ডিজিটাল সেন্টারের হাসান ভাইয়ের কাছ থেকে খুব সহজে সংশোধন করতে পারছি। যার ফলে আমরা উপকৃত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।

এ বিষয়ে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাধীন ৮নং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সেবা গুলো ডিজিটাল ও আধুনিক করার কারণে জনগণের এখন জেলা শহরে যাওয়া লাগছে না। জমির পর্চা উত্তোলন  থেকে প্রবাসীদের সকল কাজ এখন ডিজিটাল সেন্টার থেকেই হচ্ছে। 

কয়েকদিন আগে প্রতি মন্ত্রী জুনায়েত আহমেদ পলক বলেন, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ভূমি অফিসের সকল সেবা সহ পাসর্পোট এর সকল এখন ডিজিটাল সেন্টারের মাধ্যমে হচ্ছে। হাতের কাছে সকল সেবা ডাঙ্গী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মত সকল গ্রাম অঞ্চলের মানুষ সুফল পাচ্ছে।

সারাদেশ

আরও পড়ুন