• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৬:০০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব,ভূমিমন্ত্রী

রিপোর্টার : সাইফুল(চট্টগ্রাম)
দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব,ভূমিমন্ত্রী প্রিন্ট ভিউ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, 'দুর্নীতি করেছি কেউ প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবে।' গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় এক নির্বাচনী সভায় এই চ্যালেঞ্জ জানান তিনি।

আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত। ওই নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, 'আমাকে অসম্মানিত করার চেষ্টা করে লাভ হবে না। আমি দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি নিজের পকেট ভরতে আসিনি। দেশের কাজ ও মানুষের কাজ করতে রাজনীতিতে এসেছি। সরকারকে যতটুকু সহযোগিতা করা যায়, নিজের সামর্থ্য অনুযায়ী ততটুকু করেছি।'

ভূমিমন্ত্রী আরও বলেন, 'আমার বাবা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আল্লাহর হুকুম ছিল না, নানা কারণে বাবা মন্ত্রী হতে পারেননি। কিন্তু আনোয়ারার মানুষের আশা ছিল বাবু মিয়া (আখতারুজ্জামান চৌধুরী বাবু) মন্ত্রী হবেন। সে আশা আমার মাধ্যমে আল্লাহ পূরণ করেছেন। দুইবার মন্ত্রী হয়েছি। দুইবার মন্ত্রী হয়েছি বলে দেশের কাজ অনেক বেশি করতে পেরেছি। সততার সঙ্গে কাজ করেছি। আমার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমার ১০ বছরের মন্ত্রিত্বকালে কেউ বলতে পারবে না আমি এক টাকার দুর্নীতি করেছি। এটা ওপেন চ্যালেঞ্জ।' সাইফুজ্জামান চৌধুরী বলেন, 'আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। ব্যবসা-বাণিজ্য করেছি।ব্যবসা না করলে চলব কী করে? ব্যবসা করে চলতে হবে। আমি তো চুরি-চামারি করিনি। দেশের ও মানুষের হক খেয়ে আমি চলতে পারব না। হারামের পয়সা আমার দরকার নেই। দুর্নীতি হলো হারামের পয়সা। এমপি-মন্ত্রী হয়ে আমি ব্যবসা করিনি। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমিও ব্যবসায়ী। ব্যবসা করে আয় করেছি।'এসব বলে নৌকার সমর্থনে স্লোগান ধরেন তিনি। মানুষকে ভোটকেন্দ্রে এসে আবারও নৌকাকে জয়ী করতে আহ্বান জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।


রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন