• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৯:০৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভিন্ন আয়োজনে ইবি ক্যাপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার : ইদুল হাসান
ভিন্ন আয়োজনে ইবি ক্যাপের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রিন্ট ভিউ

ইদুল হাসান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সচেতনতামূলক সংগঠন ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’র (ক্যাপ) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা, খেলা এবং  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এর আয়োজন করে ক্যাপ কুষ্টিয়া জোন।

এসময়ে উপস্থিত ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের উপদেষ্টা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান আলী। আরও উপস্থিত ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ এবং সাবেক সভাপতি মোহাব্বত ফয়সালসহ ক্যাপের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মুমতাহিনা রিনি। 

অনষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বলেন, ‘প্রতিবছর ক্যাপ তার প্রতিষ্ঠা বার্ষিকীতে নিত্য নতুন কিছু নিয়ে আসে। এ দিনটি বৃদ্ধাশ্রম ও এতিমখানা মানুষের সাথে কাটানো হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার ক্যাম্পাসের আশে পাশে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ক্যাপ এ বিশেষ দিনটি উদযাপন করার উদ্যোগ নেয়। যাতে ছোট বাচ্চারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখে এবং আমরা যা নিয়ে কাজ করছি সে সম্পর্কে জানতে পারে।’

সভাপতি রাবেয়া খাতুন বলেন, ‘আমাদের ক্যাপের অন্যতম উক্তি যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়। এ স্লোগানকে সামনে রেখে আমরা সামনে আরো এগিয়ে যেতে চাই, যেতে চাই বহুদূর এবং লজ্জা ভেঙে প্রতিটা ঘরে ক্যান্সার বিষয়ক সচেতনতা পৌছিয়ে দিতে চাই।’

প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী বলেন, ‘ ক্যাপ নিত্য নতুন কাজ করে চলেছে। ক্যাপে যারা কাজ করেন তাদের নিজেদের ভিতর একটা জিনিস থাকে ।সেটা হলো তারা উদার মন মানসিকতার হয়ে থাকে। এখানে যারা কাজ করে তারা উদার মনের হয়। এবং আমার সামনে যারা উপস্থিত এরা একদিন এখানে এসে এই সংগঠনের হাল ধরবে। এরা এখানে এসে কাজ করবে মায়েদের নিয়ে।’

উল্লেখ্য, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয় তাহলে আর লজ্জা নয়” এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১৪ নভেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইম্যান (ক্যাপ)। মূলত ক্যাপ মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতামূলক কাজ করে থাকে। হাটি হাটি পা পা করে আজ ক্যাপের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। শুরুতে শুধু কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলেও ক্যাপ আজ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী।

সারাদেশ

আরও পড়ুন