• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৫:১১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ, এক পুলিশ সদস্য নি*হ*ত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ, এক পুলিশ সদস্য নি*হ*ত প্রিন্ট ভিউ

এস কে কবির

জামালপুরে ঢাকাগামী লোকাল ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে আহসানুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরিফুল ইসলাম নামে অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) ভোর সকাল ৫ টা দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্য, আহসানুল হক (৩২) তিনি জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুর রহমান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।জামালপুর সদর থানার ওসি মোহাব্বত কবির জানায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ছেড়ে আসা কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিংয়ে ট্রেনটি পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। নাইট ডিউটিরত এক পুলিশ কনস্টেবল নিহত ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। শেখেরভিটা রেল ক্রসিংয়ে গেটব্যরিয়ার নামানো না থাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। ওই গেটে দায়িত্বরত গেটম্যান আব্দুল হামিদ পলাতক রয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মৃত্যু

সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন