• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৮:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আধার মানিক উচ্চ বিদ্যালয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন

রিপোর্টার : মিলন বৈদ্য শুভ
আধার মানিক উচ্চ বিদ্যালয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রিন্ট ভিউ

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম আধার মানিক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন  ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন শহীদ মতিলাল চৌধুরী ছিলেন একজন বীর সৈনিক যার সংগ্রাম রাউজান  সকল জাতির স্বাধীনতা অজনের রক্ষা ঝাঁপিয়ে পড়েন, পাকিস্তান হানাদার বাহিনী নির্যাতন নিপীড়ন থেকে মা বোনদের ইজ্জত  রক্ষার জন্য নিজের প্রান উৎসর্গ করে সংগ্রাম করেন। তিনি রাউজান ও বাংলাদেশ মহাকাল পুরুষ  গৌরবময় স্মৃতি আমাদের মধ্যে বেঁচে থাকবেন আজীবন  সম্মানের শহীদ মতি লাল চৌধুরী ছিলেন পূর্ব গুজরা তথা রাউজানের অন্তিম এক মহানক্ষত্র , তিনি আগামী প্রজন্মের ছাত্র ছাত্রী,  ছেলে মেয়েদের এই মহাপুরুষ  বীর সৈনিকের জীবন কাহিনি  ইতিহাস জেনে রাখা প্রয়োজন। ৩০ লক্ষ  শহীদের রক্ত  বিনিময়ে মা বোনের ইজ্জত নিপীড়নের শিকার হয়ে হাজারো প্রাণের আত্মা ত্যাগে অশ্রু সিক্ত নয়নে এই দেশ স্বাধীন হয়েছে, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার  উন্নয়নে আজ বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করেছেন,বার বার দরকার শেখ হাসিনা  সরকার। রাউজানের রূপকার জননেতা জনাব এ. বি.এম  ফজলে করিম চৌধুরী,সুখে দুঃখে মানুষের পাশে থাকেন, রাউজানের মানুষ এক সময় ছিলেন সন্ত্রাসী আতঙ্কে দিন রাত ভয়ে    থাকতেন, এখন রাউজানের মানুষ দিন রাত স্বাধীন ভাবে চলা ফেরা ও শান্তিতে ঘুমাতে পারেন, বিগত সময়ের থেকে রাউজানে উন্নয়নের কর্ম কান্ডে  রোল মডেল  হিসেবে একধাপ এগিয়ে। এক সাগর রক্তের বিনিময়, বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না"জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রতি ধ্বনি স্লোগান মুখরিত হয়। আধার মানিক উচ্চ বিদ্যলয়ের সভাপতি পরিতোষ দে পাঁচকিরণ মহাশ্মশান সৌজন্যে ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নে দুস্থ অসহায়  মানুষের মাঝে কম্বল বিতরণ করেন,  ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের   প্যানেল চেয়ারম্যান ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যা রুজিনা ইয়াসমিন রুজি,৪ নং ওয়ার্ডের  ইউপি সদস্য জনাব দিদারুল আলম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজল মহাজন, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বরুপানন্দ চৌধুরী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ চৌধুরী, আধার মানিক উচ্চ বিদ্যলয়ের দাতা সদস্য সত্যজিত মহাজন, আধার মানিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমল চন্দ্র দাস, আধার মানিক উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রার্থ সারতি দাশ সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন কুমার চৌধুরী, শিক্ষক মিঠু কুমার বর্নিক, এ.কে পাঠক,  মোঃ জাকের হোসেন, মোঃ রফিকুল ইসলাম,মোঃ তৌহিদুল ইসলাম, কৃষ্ণারাণী রুদ্র, শেলি দাস, ইলা চৌধুরী ও ধর্মীয় শিক্ষক রভা বড়ুয়া, স্বপন চৌধুরী,  আধার মানিক উচ্চ বিদ্যালয় সদস্য মিঠুন বড়ুয়া, নয়ন বড়ুয়া,আশীষ দে,অভিভাবক সদস্য  আশীষ চৌধুরী মানিক,    বিনন্দ বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া সাহেব, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ রায়হান আহমেদ,বিটু দে, মোঃ নরুল কবির প্রমূখ।

সারাদেশ

আলোচনাসভা

আরও পড়ুন