• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:৪৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

গ্যাস লিকেজ হয়ে বি*স্ফো*র*নে একই পরিবারের ৪ জন দ*গ্ধ

রিপোর্টার : ফাহাদ মোল্লা
গ্যাস লিকেজ হয়ে বি*স্ফো*র*নে একই পরিবারের  ৪ জন  দ*গ্ধ প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লা 

মুন্সীগঞ্জে রান্নাঘরের গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে শিশু ও নারী সহ ৪ জন দগ্ধ হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার সদর উপজেলা সংলগ্ন থানা কাউন্সিল মোড়ের একটি  ভবনের পাঁচ তলা ফ্লাট গ্যাস লিকেজ হয়ে  এই বিস্ফোরণের ঘটনা ঘটে ।  বিস্ফোরণে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করেন আহতরা হলেন ফ্লাটটির ভাড়াটিয়া একই পরিবারের রোজিনা বেগম, রিজবি আহমেদ রাসেল তার বাবা  রজব আলী ও তিন বছরের শিশু রায়ান।

স্থানীয়রা জানায়,ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দ বিস্ফোরণ হয় । এতে আগুন ধরে যায় ফ্লাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আস পাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ এনে

 আহতদের উদ্ধার করে  মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আহত ৪ জনের  অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি  উদ্ধার কারি দল উপস্থিত হয়ে বিস্ফোরণের কারন খুজে বের করার চেষ্টা চালাচ্ছে। 

ঘটনান সত্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ বলেন, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ ৪ জনের মত দগ্ধ হয়েছে।   দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  তবে কি কারনে গ্যাস লিকেজ হয়ে  বিস্ফোরিত হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।

মৃত্যু

আরও পড়ুন