• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৬:২৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রিন্ট ভিউ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হারুন আল রশিদ নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। 

গত বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সদর উপজেলার সদর মডেল থানার সামনে এই ঘটনা ঘটে। 

হুমকিদাতা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বডিং মাঠ সংলগ্ন পশ্চিম পাইকপাড়ার বাসিন্দা মো.জুনায়েদ(৩০)। সাংবাদিক হারুন আল রশিদ (৫৫) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা এবং ‘চেতনায় ব্রাহ্মণবাড়িয়া’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনার বিচার চেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক হারুন আল রশিদ। 


জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাধীন ১নং পুলিশ ফাঁড়িতে ভূয়া মেজর পরিচয় দানকারী জনৈক আসিফুর রহমান কে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ গ্ৰেফতার করে। আসিফুর রহমানের গ্রেফতারের খবর পেয়ে  সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তথ্য সংগ্রহ করতে গেলে ভূয়া মেজর পরিচয় দানকারীর পক্ষ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে সাংবাদিক হারুন আল রশিদকে প্রাণনাশের হুমকি সহ পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি প্রদান করেন জুনায়েদ।

এই বিষয়ে অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্ৰযাত্রা প্রতিদিনের সাংবাদিক ইয়াছিন মাহমুদ জানান,এই ঘটনার সময় সন্ত্রাসী জুনায়েদ(৩০) কে  তার পরিচয় জানতে চাইলে জবাবে বলেন, আমি জুনায়েদ এই শহরে আমাকে এক নামেই চিনে, আমাকে চিনে না এমন এই শহরে একজনও নেই।

সাংবাদিক হারুন আল রশিদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আটককৃত ভূয়া মেজর আসিফুর রহমান গত ৪ বছর পূর্বে ব্যবসার কথা বলে সাংবাদিক হারুন আল রশিদের কাছ থেকে ১ লক্ষ টাকা সুকৌশলে হাতিয়ে নেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সাংবাদিক হারুন আল রশিদকে  প্রাণনাশের হুমকি প্রদান সহ নানান ভয়ভীতি প্রদর্শন করেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন,সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

আরও পড়ুন