• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:১২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন প্রিন্ট ভিউ

মিলন বৈদ্য শুভ,রাউজান,চট্টগ্রাম 

একুশের আলো ফাউন্ডেশনের উদ‍্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন-২৪ অনুষ্ঠিত হয়েছে।১২ জানুয়ারি শুক্রবার বিকালে রাউজান সরকারি কলেজের হলরুমে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আস্তাভাজন, সসীম গৌরীচরণের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একুশের আলো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়  দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০১ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন একুশের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সসীম গৌরি চরণ। স্বাগত বক্তব্য রাখেন একুশের আলো ফাউন্ডেশনের সভাপতি কনক বড়ুয়া। সাধারণ সম্পাদক সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, রত্নগর্ভা মা মিনা গৌরী চরণ, ইউপি সদস্য রণজিৎ কুমার বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক দলিল লেখক মাদল কান্তি বড়ুয়া, রাউজান উপজেলা বৌদ্ধ কেন্দ্রীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংশুমান বড়ুয়া। বক্তব্য রাখেন সাবেক সভাপতি উৎফল বড়ুয়া, প্রধান শিক্ষক রিটন বড়ুয়া, কনক বড়ুয়া, উদয়শ্রী বড়ুয়া, সুজন বড়ুয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অনিক বড়ুয়া, অর্থ সম্পাদক অমিত বড়ুয়া। একুশের আলো ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী রাউজান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফৌজিয়া তানহা আলিফাকে একটি কম্পিউটার প্রদান করা হয়। এছাড়া বৃত্তিপ্রাপ্ত আরও ১০০ জন শিক্ষার্থীকে নগদ অর্থসহ সনদপত্র প্রদান করা হয়। একুশের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সারাদেশ

পড়াশোনা

শিক্ষা

ফলাফল

বৃত্তি

শীত

আরও পড়ুন