• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৪:৩৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের সরঞ্জাম রাজশাহীতে পৌঁছে গেছে, প্রতীক চূড়ান্ত হওয়ার পর আসবে ব্যালট

রিপোর্টার : ফাহাদ মোল্লা
জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের সরঞ্জাম রাজশাহীতে পৌঁছে গেছে, প্রতীক চূড়ান্ত হওয়ার পর আসবে ব্যালট প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লাঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ছাড়া রাজশাহী বিভাগে ভোট গ্রহণের সব সরঞ্জাম পৌছে গেছে। তবে প্রতিক চূড়ান্ত হওয়ার পর আসবে ব্যালটপেপার।এরই মধ্যে ৫০ হাজার স্বচ্ছ ব্যালট  বাক্স এসে গেছে।ভোট কেন্দ্র এবং ভোট কক্ষ চূড়ান্ত হয়ে গেছে।রাজশাহী বিভাগের ৩৯ টি সংসদীয় আসনে ভোটার রয়েছে ১৭ লক্ষ ১৫ হাজার ৪৫১ জন।ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৩৭ হাজার ৩৪০  জনে। ২০১৮সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১কোটি ৩৭লক্ষ ৫৭ হাজার ৮৮৯ জন।রাজশাহীর আঞ্চলিক নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে ;এই বিভাগে মোট ৫ হাজার ৪৩৬ টি ভোট কেন্দ্রে মোট ভোট কক্ষ থাকছে ৩৪ হাজার ৫৯ টি।২০১৮ সালের নির্বাচনে ভোট কক্ষ ছিল  ২৭ হাজার ৬৪৪টি।

রাজশাহী জেলার ছয়টি নির্বাচনী আসনে মোট ভোটার ২১ লক্ষ ৭৭হাজার ৭৬১ জন,সিরাজগঞ্জ জেলায় ৬টি আসনের ভোটার ২৫ লক্ষ  ১৪ হাজার১৩৪ জন,পাবনা  পাঁচটি আসনে ভোটার ২১ লক্ষ ৩৩ হাজার ৪৬০জন ও বগুড়ার সাতটি আসনে ভোটার ২৮ লক্ষ ৩২ হাজার ৫২০জন। এছাড়া জয়পুরহাটে দুইটি আসনে ভোটার ৭ লক্ষ ৭৯ হাজার ২২০জন,চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ভোটার ১৩লক্ষ ৫৪ হাজার ৫৫৩ জন,নওগাঁ ছয়টি আসনে ভোটার ২২লক্ষ ২১ হাজার ৯০৮জন এবং নাটোরের চারটি আসনে ভোটার ১৪ লক্ষ ৫৯ হাজার ৭৮৪জন। জাতীয় নির্বাচনে যে জনবলের প্রয়োজন তার খানিকটা ঘাটতি রয়েছে। এবারের নির্বাচনে এ পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন ইভিএম পদ্ধতিতে  ভোটগ্রহণের কোন নির্দেশনা নেই । নতুন ভোটারদের সবাই তরুণ তরুণী। এবার তারা প্রথম ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। রাজশাহী  আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট গ্রহনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  ইতিমধ্যে ভোটার তালিকা ভোট কেন্দ্র ও ভোট কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এমনকি স্বচ্ছ ব্যালট  বাক্সও এসে গেছে। বাকি প্রস্তুতি জোরে সরেই চলছে। এদিকে রাজশাহী -১(গোদাগাড়ী -তানোর) আসনে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন জমা প্রতীক  বরাদ্দের   তারিখ ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেজন্য প্রস্তুতি রাখা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশ সদস্যদের।

জাতীয়

রাজনীতি

নির্বাচন

আরও পড়ুন