• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:২৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সুন্দরগঞ্জে ক্রিমিনালদের দৌড়াত্না হয়রানি মুলক মামলা দায়ের সর্বস্বান্ত হচ্ছে অনেক পরিবার

রিপোর্টার : আমিনুল ইসলাম
সুন্দরগঞ্জে  ক্রিমিনালদের দৌড়াত্না হয়রানি মুলক মামলা দায়ের সর্বস্বান্ত  হচ্ছে অনেক পরিবার প্রিন্ট ভিউ

আমিনুল ইসলাম: সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্রিমিনালদের দৌড়াত্না বৃদ্ধি পেয়েছে হয়রানি মুলক মামলা- মোকদ্দমায় সর্বস্বান্ত হচ্ছে অনেক পরিবার সুন্দরগঞ্জ উপজেলার গ্রাম - গঞ্জে টাউট , বাটপার ও ক্রিমিনালদের দৌড়াত্না এতোই বৃদ্ধি পেয়েছে যে , ভাগী - শরিক , পাড়া-প্রতিবেশীদের মধ্যে সামান্য ঝগড়া ঝাটি হলে এমনকি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা ঝগড়া ঝাটি হলে টাউট -বাটপার ও ক্রিমিনালদের দৌড় - ঝাঁপ এতোই বের যায় , বাটপাররা দুই ভাগে বিভক্ত হয়ে পক্ষদ্বয়দের কে বিভিন্ন ধরনের কু-পরামর্শ দিয়ে থানায় অথবা আদালতে একে অপরের বিরুদ্ধে মামলা - মোকদ্দমায় জড়িয়ে দিচ্ছে এতে করে উভয়পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশ্রান্ত হয়ে পথে বসার উপক্রম হচ্ছে। তথ্যনুসন্ধানে জানা গেছে , উপজেলার  উত্তর শ্রীপুর গ্রামের আব্দুস সামাদের কন্যা ফাহিমা বেগম এর শহীদ একই গ্রামের জাহিদুল ইসলামের পুত্র সাইদুর রহমানের সহিত ১০ বছর পূর্বে বিবাহ হয়। ঘর সংসার করা কালীন সময়ে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সন্তানে বয়স বর্তমানে ৫ বছর। গত ২ / ১০ /২০২৩ ইং তারিখে ফাহিমা বেগম পরকিয়া প্রেমের টানে প্রতিবেশী মুকুলের পুত্র মঞ্জিল হোসেনের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গত ২৯ /৮ /২০২৩ ইং তারিখে ১৯৬১ইং সালে মুসলিম পারিবারিক আইন অডিনেেন্সর ( ৮নং) ৭(১) নম্বর উপধারা মতে স্ত্রী কর্তৃক স্বামী কে তালাকের নোটিশ প্রদান করেন । সেই সাথে মনজিল হোসেনের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে একইগ্রামের টাউট বাটপার মামলা বাজ নুরুজ্জামানের কু -পরামর্শে পূর্বের স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গাইবান্ধায় গত১৬ / ১১ /২০২৩ ইং তারিখে ২০১৮ সালের কৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলা দায়ের করেন। যাহার সি , আর নং - ৭৪৩/২০২৩  লোক মুখে মামলা দায়ের করার খবর জানাজানি হলে  সাইদুর রহমানও মামলার প্রস্তুতি নিচ্ছে বলে  জানাযায় । উপজেলার অনেক নিরীহ মানুষ এধরনের মামলা -  মোকদ্দমার শিকার হয়ে জমি জমা ভিটা মাটি শেষ করে আজ পথে বসেছে বলে সুধী মহল মনে করেন।  

সারাদেশ

আরও পড়ুন