• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১০:২৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

প্রতিবন্ধী বান্ধব ও অবহেলিত সমাজের উন্নয়নে নৌকায় ভোট দিবেন-মোকতাদির চৌধুরী

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধী বান্ধব ও অবহেলিত সমাজের উন্নয়নে নৌকায় ভোট দিবেন-মোকতাদির চৌধুরী প্রিন্ট ভিউ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

২৪ ডিসেম্বর ২০২৩ প্রতিবন্ধীরা যাতে নির্বিগ্নে সুন্দরভাবে এবং কোন রকমের বাধাবিঘ্নহীন ভাবে নিজেদের পছন্দের মত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই দাবি রাখছি। এইটা পুরন হলে আমি খুবই খুশি হবো বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। তিনি বলেন, এবার নির্বাচনে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রীনা প্রার্থী হয়েছেন। তিনি বিজয়ী হতে পারবে বলে আশা করেন এবং যা বিশ্বে ইতিহাস হবে। আমি স্বপ্ন দেখছি হয়ত প্রতিবন্ধী ভাই-বোনদের মধ্যে হতে কেউ না কেউ সংসদ সদস্য হবে। আমি ব্যক্তিগতভাবে একজন প্রতিবন্ধী। মুক্তিযুদ্ধে পায়ে আহত হয় যা স্বাভাবিক মানুষের মত চলাচল করতে পারি না। আমি ডাকসু নির্বাচনের প্রার্থী হিসেবে দাড়িয়েছিলাম তখনকার সময়ের প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছি। লেংরা ভোট চায় বলেছি। আমি তখনই বুঝেছিলাম এই প্রগতিশীল সংগঠনের ভবিষ্যৎ কি হবে। আজকের জাসদকে মোমবাতি দিয়ে খোজতে হয়। অবহেলিত মানুষকে  ছোট করে দেখা কোন ধর্মে সমর্থন করে না। আজকের আপনারা সমাজের অন্যান্য অগ্রসর মানুষের সাথে এসে তাল মিলিয়ে  এই নির্বাচনীয় সংগ্রামে অংশ গ্রহণ করেছেন সেই জন্য অভিনন্দন জানায়। যারা এটা আযোজন করেছেন 

রবিবার (২৪ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরস্থ বঙ্গবন্ধু স্কয়ারে ডাঃ মোঃ সাইফুদ্দিন খানের সহযোগীয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী ঐক্যফোরামের আয়োজনে নৌকার প্রতীকে নির্বাচনী জনসভায় তিনি এই সব কথা বলেন। 

তিনি আরো বলেন,  আমি জানি অনেকেই  প্রতিবন্ধী দের নিয়ে নিম্ন মানের কথা বলেন৷ তাদের রুচিবোধ ও  সাংস্কৃতিক লেভেল নিয়ে আমার খুবই দুঃখ হয়। আপনারা যারা ভোট আছে ও নাম লিখাতে পেড়েছেন তাদেরকে নিয়ে ভোট দিতে যাবেন। আমি আরো দশ জন প্রার্থীর মত একজন প্রার্থী।  আমার মার্কাটা জননেত্রী শেখ হাসিনার মার্কা, প্রতিবন্ধী বান্ধব বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী,  জাতির জনক, মজলুম জননেতা ভাসানি, গণতন্ত্রের মানুসপত্র সোহরাওয়ার্দী,  শেরে বাংলা'র মার্কা ছিল নৌকা মার্কা। সেই নৌকা মার্কায় আগামি ৭ তারিখটা ভোট দিবেন। এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। প্রতিবন্ধী সমাজের উন্নয়নের আগামীতে অনেক কাজ করা হবে। 

প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নার পরিচালনায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন,  সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন,  জেলা আ, লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, পিপি এড মাহবুবুল আলম খোকনসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও প্রতিবন্ধী সমাজের জনসাধারণ ও সুধীজন উপস্থিত ছিলেন৷ 

এসময় প্রতিবন্ধী জনতার পক্ষ হতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মত র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে নির্বাচিত করার আহবান জানায়৷

নির্বাচন

আলোচনাসভা

আরও পড়ুন