• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ০১:১৯
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

সোনাতলায় ম. রাজ্জাক এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সোনাতলায় ম. রাজ্জাক এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

নবদিগন্ত ডেস্কঃ

বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বগুড়া -১ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী ম. আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সারাদেশবাসী বিএনপির হরতাল, অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৬'ই নভেম্বর সোমবার বিকেলে সোনাতলা উপজেলা পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাকির এর নিজস্ব কার্যালয় বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর চর থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা/পৌর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাকির এর নিজস্ব কার্যালয়ে এসে বিএনপির ডাকা হরতাল, অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -১ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী ম. আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীরা যত চেষ্টাই করুক কখনোই এ দেশের নেতৃত্বে আসতে পারবে না। তাদের বর্বরতা,  সহিংসতা, জুলুম অত্যাচার, ভাংচুর , অগ্নিসংযোগ কোন কিছুই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পরাজিত করতে পারবেনা। আবারো জননেত্রী শেখ হাসিনার জয় হবেই ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, নৌকা মানেই বঙ্গবন্ধু নৌকা মানেই জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের দিকে তাকিয়ে যে যেখানেই থাকুন না কেন সবাইকে এক হয়ে হাতে হাত রেখে কাজ করে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত। 

সমাবেশে সোনাতলা উপজেলার যুবলীগ নেতা ইব্রাহীম হোসেন দুলু, তেকানী চুকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মোক্তাদির , ভেকু, মাসুদ, ছাত্র নেতা আবু তালহা লেমন সরকার সহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি

আরও পড়ুন