• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৫:১৩
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

ব্রাকের সহযোগী সংগঠন বাস্কো ফাউন্ডেশন শিক্ষায় এগিয়ে

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ব্রাকের সহযোগী সংগঠন বাস্কো ফাউন্ডেশন শিক্ষায় এগিয়ে প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলাও জেলায়ওবিভিন্ন উপজেলায় হাজারাধিক কোমলমতিশিশুশ্রেণী,প্রথম, দ্বিতীয়, তৃতীয়,চতুর্পও পঞ্চম শ্রেণীতে সহ আরো ঊর্ধ্বো ক্লাসের সুন্দর সাবলীল যুব যুগী পাঠদান প্রচেষ্টা চলছে।

চরভদ্রাসন উপজেলায় চরহাজীগঞ্জ বেপারী ডাংগী ব্র্যাকের একটি সহযোগী সংগঠক বাস্কো ফাউন্ডেশন ডবল সিফটেওদু শিক্ষকের(১) তৃষ্ণা ভৌমিকও (২) মিম আখতার নিজ দায়িত্বে আন্তরিকতায় শিশু শ্রেণী ২৫প্রথম শ্রেণি ৫৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে নিয়মিত সুন্দর সাবলীল পাঠদানে অভিভাবকদের নিকট সুনাম কুড়িয়েছে।

দুর্বলছাত্র ছাত্রীদের হাতে কলমে  সুন্দর সাবলীল কলাকৌশলে এবংবিনামূল্যখাতা,কলম,রাবার কাটার, পেন্সিল সহবিভিন্ন উপকরণ বিতরণ করেও সপ্তাহে একদিন প্রোগ্রাম অফিসার পরিদর্শন এবংমাসে একটি অভিভাবক সমাবেশে পাঠদানে অগ্রগতি মূল্যায়ন করানো হয় থাকে। 

গতকালসকাল৯টায় ব্যাপারী ডাঙ্গি  বাস্কো ফাউন্ডেশন স্কুলেপরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আহমেদ আল ইভানএরসভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রোগ্রাম অফিসার দুলাল চন্দ্র দাস প্রধান অতিথি উপস্থিতি হিসাবে জানায়,দুর্বল কোমলমতি ছাত্র-ছাত্রীদের মানউন্নয়ন গঠনমূলক মানসম্মতপাঠদানে শিক্ষকগণ বদ্ধপরিক। 

সুশীল সমাজ ও শিক্ষানুরোগীগন  ব্যতিক্রমধর্মী পাঠদানের উদ্বুদ্ধ করনের জন্য এরকম স্কুল আরো দরকার বলে এলাকাবাসী জানায়।

সারাদেশ

শিক্ষা

আরও পড়ুন