• ঢাকা
  • সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ , রাত ১২:৫১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

তিনদিন ব্যাপি লাইফ স্কিল কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
তিনদিন ব্যাপি লাইফ স্কিল কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন প্রিন্ট ভিউ

সাইফুল ইসলাম(চট্টগ্রাম)

বাংলাদেশ স্কাউটস এর 'Community Development & Health Division' কর্তৃক আয়োজিত 'জীবন দক্ষতা নির্ভর শিক্ষা' বিষয়ক তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কোর্স সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে আজ শুরু হয়েছে।

বাংলাদেশ স্কাউটস সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক ২৩-২৫ ডিসেম্বর পর্যন্ত  অনুষ্ঠিত লাইফস্কীল বেইজ এডুকেশন কোর্স। এই কোর্সটির মূল উদ্দ্যেশ্য হলো যুবক বয়সী ছেলে মেয়েদের জীবন ভিত্তিক শিক্ষা নিয়ে। যাতে ১৫ টি সেশন একজন রোভার কিভাবে তার জীবনে কাজে লাগিয়ে জীবনে সফলতা অর্জন করবে তার বাস্তব ধারণা দেওয়া হয়।

উক্ত কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে  চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কাজী নাজমুল হক নাজু, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) বাংলাদেশ স্কাউটস।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে

চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ এনামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন

বিশেষ অতিথি: জনাব শাহীন রাজু, জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য)বাংলাদেশ স্কাউটস। জনাব মশিউর রহমান, জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটস। জনাব শেখ মোঃ মাহমুদ, কোর্স পরিচালক আঞ্চলিক উপ-পরিচালক বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল। জনাব গাজী মোহাম্মদ খালেদ, উপ-পরিচালক, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চল জনাব শাহনেওয়াজ আলী মির্জা, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা।

উক্ত কোর্সে মাস্টার ট্রেইনার বায়েজিদ আহমেদ সাখর এর নেতৃত্বে আছেন ৫জন বিশিষ্ট প্রশিক্ষক দল। তারা হলেন ১.আসিফুর রাহিম তানজিম ২.এনামুল হক টিপু ৩.অমিত বিশ্বাস ৪.সেতেরা আক্তার রুপালী ও ৫. মোঃ বেলাল হোসাইন।

উক্ত কোর্সে রোভার অঞ্চল থেকে, নৌ অঞ্চল ও এয়ার অঞ্চল থেকে মোট ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সারাদেশ

আরও পড়ুন