• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ০১:০৮
ব্রেকিং নিউজ
হোম / উপসম্পাদকীয়

কবিতা- শক্তি কোথায় পায়

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কবিতা- শক্তি কোথায় পায় প্রিন্ট ভিউ

শক্তি কোথায় পায়

==== মোহাম্মাদ সোহেল


হৃদপিন্ড কণ্ঠস্বর শরাবে ভরে গেছে

মস্তিষ্কে লেগেছে নক্ষত্রের ছোয়া!

চোখ দু'টো জ্বলে উঠে হৃদয়ের স্নিগ্ধ মন্দিরায়

চারিদিকে জেগে উঠে পাপ কামনার পিশাচরেরা

পাড়ায় পাড়ায় উঠে অতন্দ্র প্রহরীর হাক-ডাক

আরেক দিকে ভেসে আসে আ'কন্ঠ আওয়াজ

চোর চোর চোর...

চোর, লম্পটেরা শক্তি কোথায় পায়?

নেশার আড্ডাখানায় মাতাল,

উম্মাদেরা সব স্তব্দ তাসের জুয়ায় অংক কষা;

হৃদয় বেচা টাকার বান্ডিল

বারবার লড়ছে বাজি, এতো টেক্কা কোথায় পায়?

 

হিংস্র লালসায় পরে আশ্রয় খোঁজা যুবতিটি কোথায়?

নেশার ঘোরে দিক ভোলা পথিক

নীড়ে ফিরবার পায় না শক্তি!

সুখের তন্দ্রায় নিঝুম রাত্রি আধারের সাথে পাঞ্জা লড়ে

নারীর স্পন্দনে যৌবনের আড়তি, কামনা পিপাসু মন

শক্তি খোঁজে, শক্তি কোথায়?

মদের নেশায় মাতাল মানব

শক্তিহারা হৃদসুমুদ্রে শক্তি না পায় ।

সুখের তন্দ্রায় নিঝুম রাত্রি

আধারের সাথে পাঞ্জা লড়ে

মদ্য নেশায় মাতাল মানব

শক্তি কোথায় পায়, শক্তিহারা হৃদসমুদ্রে শক্তি না পাওয়া যায়।

শিক্ষা

উপসম্পাদকীয়

আরও পড়ুন