• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৬:৪৬
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

নির্বাচনে সিলেকশন সিস্টেম নেই।- ইসি মোঃ আনিছুর রহমান।

রিপোর্টার : মোঃ খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
নির্বাচনে সিলেকশন সিস্টেম নেই।- ইসি মোঃ আনিছুর রহমান। প্রিন্ট ভিউ

আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ভালো, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতেই হবে। আর সেই লক্ষ্য কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। কারণ বহিঃবিশ্বে  দেশের সুনাম ও অস্তিত্ব এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই। এবার আগে থেকে  সিলেকশন পদ্ধতি নেই। ভোটে নির্বাচিত হতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


নির্বাচনের আগে এমপিদের তালিকা হয়ে গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, রিজবী সাহেব যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন । যদি কোন ধরনের তালিকা থাকে তা প্রকাশ করুক। তিনি যা বলেছেন সেটা তাদের রাজনৈতিক বক্তব্যের অংশ।ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে আগে শুধু সিল দিলে হতো এখন সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে। তা না হলে ভোট গণনায় ধরা হবে না। যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বা করছেন, তারা রাষ্ট্রের কর্মচারী। কোনো দলের বা দলীয় সরকারের কর্মচারী না। সংবিধানে বলা আছে নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন যাকে যেখানে দায়িত্ব দেওয়া প্রয়োজন, তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে রাষ্ট্রীয় কোন কর্মকর্তা ও কর্মচারীরা যদি দায়িত্ব অবহেলা করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সকল চেষ্টায় গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব বলে মনে করি।


তিনি আরো বলেন, নির্বাচনের সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন নির্বাচনী আসনগুলোতে টহল দিবে।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ ও ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ প্রমুখ।


রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন