• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৩:২০
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশ, না মানলে সিলগালা হবে হিমাগার!

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশ, না মানলে সিলগালা হবে হিমাগার! প্রিন্ট ভিউ

নবদিগন্ত ডেস্কঃ

বাজারে দাম নিয়ন্ত্রণে হিমাগারে (কোল্ডস্টোর) পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বগুড়ায় স্টোরেজ মালিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক সভাকক্ষ করতোয়া হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার আলুর দাম কোল্ডস্টোরেজ ও খুচরা পর্যায়ে বেঁধে দেয়া সত্বেও বেশি দামে বিক্রি করা হচ্ছে। খুচরা পর্যায়ে এখনও দ্বিগুণ দামে আলু বিক্রি হচ্ছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে সরকারিভাবে প্রতিটি জেলায় নির্দেশনা দেয়া হয়েছে। আজ থেকে বগুড়ায় বাজার এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যদি কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে ক্লোড স্টোরেজগুলোতে আলু মজুদ থাকা সত্বেও যদি কোন মালিকপক্ষ আলু না দেন তাহলে সেগুলো বের করে ভোক্তা পর্যায়ে সরকারি মূল্যে বিক্রি করা হবে। সরকারি নির্দেশনা না মানলে অভিযান চালিয়ে কোল্ড স্টোরেজ সিলগালা করতে বাধ্য হবে প্রশাসন। বগুড়ায় আলুর বাজারে কোনভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া যাবে না। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাউল করিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রেজভী, জেলা ক্লোড স্টোরেজ মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ ক্লোড স্টোরেজের মালিক ও প্রতিনিধিবৃন্দ। 

মতবিনিময় সভায় প্রতিটি ক্লোড স্টোরেজে সরকারি নির্ধারিত মূল্য আলু ২৭থেকে ২৮টাকা কেজি বিক্রির নির্দেশান দেয়া হয়। এবং খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা কেজিতে বিক্রি করতে বলা হয়। 

এদিকে বগুড়ার বিভিন্ন বাজারে এখনও ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে খুচরা বা কোল্ড স্টোরেজ পর্যায়ে আলু বিক্রয় করা হচ্ছে না। আলুর দাম না কমায় সাধারণ মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।।

বাজার দর

আরও পড়ুন