• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:২৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সুন্দরগঞ্জে ওয়ান স্টপ সা‌র্ভিস সেন্টা‌রের উদ্বোধন ও আয় বৃদ্ধি মুলক সহায়তা প্রদান

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সুন্দরগঞ্জে ওয়ান স্টপ সা‌র্ভিস সেন্টা‌রের উদ্বোধন ও আয় বৃদ্ধি মুলক সহায়তা প্রদান প্রিন্ট ভিউ

আমিনুল ইসলাম(গাইবান্ধা )প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে কঞ্চিবাড়ি ইউনিয়নের শফির মোড় তিস্তা নদীর ধারে ওয়ান স্টপ সা‌র্ভিস কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

গত বুধবার উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া মৌজার সফির মোড় তিস্তা নদীর ধারে প্রদৃপ্ত প্রকল্পের কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে

এস কে এস ফাউন্ডেশন এর বাস্তবায়নের 

প্রদৃপ্ত প্রকল্পের আওতায় নির্মিত ওয়ান স্টপ সা‌র্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। ১২ নং কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার ও উপজেলা লাইফ স্টক কর্মকর্তা (ইউ এল ও) সুন্দরগঞ্জ, গাইবান্ধা যৌথ ভাবে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের ১নংওয়ার্ড সদস্য নুরুন্নবী সরকার, ২নং ওয়ার্ড সদস্য বাদশা মিয়া, কেয়ার বাংলাদেশ গাইবান্ধার প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার সাইফুল আলম, এস কে এস ফাউন্ডেশন এর প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার শারমিন আক্তার, নাহিদা আক্তার, ফিল ফ্যাসিলেটর রেখা রানী ও ভি এস এল এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি

বর্গ ।এসময় সদস্যদের মাঝে শাক-সবজির বীজ, সার ও সবজি চাষের কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সারাদেশ

আরও পড়ুন