• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৮:১৮
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

বগুড়া-১ আসনকে রোল মডেল করতে নৌকার বিকল্প নেই -কৃষিবিদ শ্যামল

রিপোর্টার : মামুন বগুড়া
বগুড়া-১ আসনকে রোল মডেল করতে নৌকার বিকল্প নেই -কৃষিবিদ শ্যামল প্রিন্ট ভিউ

মামুন বগুড়াঃ

এ দেশ বঙ্গবন্ধুর দেশ। লক্ষ শহিদের রক্তে অর্জিত বাংলাদেশ। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতায় বগুড়া -১ (সোনাতলা - সারিয়াকান্দি)  আসনকে রোল মডেল করতে নৌকা মার্কায় ভোট দিন। বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব বলেন নৌকার প্রার্থী কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল, সিআইপি। 

তিনি আরো বলেন, আমাকে সরকার যদি নৌকার মনোনয়ন দেন আর আপনার যদি আমাকে ভোট দেন, তাহলে আমি সোনাতলা সারিয়াকান্দি আসনকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো। আমাকে যদি ভোট দেন সোনাতলায় আমি কলকারখানা গড়ে তুলবো এবং বেকারত্ব সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। আমি যদি এই আসনের এমপি হতে পারি তাহলে সোনাতলা সারিয়াকান্দি কে স্বচ্ছ আসন হিসেবে রুপ দিবো, যেখানে আকাশ হবে নীল, মাঠ হবে সবুজ, বাতাসে থাকবেনা ধূলিকণা, 


গতকাল (১৪ই অক্টোবর) বিকেল ৪ টার দিতে সারিয়াকান্দির নিজবলাইল  আলিম মাদ্রাসার মাঠে সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নুরনবী ইসলাম বাবু সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান কবির টুটুল, বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত'র সাবেক ব্যক্তিগত সহকারি লুৎফর রহমান নবাব, বগুড়া জেলা মহিলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী রুম্পা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুর আলম লিটন, বগুড়া জেলা ছাত্র লীগের সহ সভাপতি শেখ হৃদয় আহম্মেদ মিঠু, সুলতান আহম্মেদ বাকী, মাহবুবুর রহমান লিটন, মনিরুজ্জামান রিপন, ইমরান আলী সৌখিন সহ আরো অনেকে।

রাজনীতি

আরও পড়ুন