• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:৫৫
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফরিদপুরের হাজিগঞ্জ বাজারে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের হাজিগঞ্জ বাজারে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুরের চরভদ্রাসন  উপজেলার চর হাজিগঞ্জ বাজারে মধ্যরাতে ৩টি জুয়েলারি দোকান ও,১টি বাসা বাড়িতে দেশী সস্বস্ত্রে, সজ্জিত হয়ে,অর্ধশতাধিক ডাকাত দল, ২০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার, মালামাল ডাকাতি করে নিয়ে যায়,

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২০ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১.৩০মিঃ থেকে ২.৪৫ মিঃ পর্যন্ত,

ডাকাতরা নির্বিঘ্নে ডাকাতি করে,

৪ জন পাহারাদার চর হাজিগঞ্জ হাট বাজার ব্যবসায় সমবায় সমিতির তালা ভেঙ্গে অফিস কক্ষে,পাহারাদার দেরকে, রশিদ আরা হাত পা বেঁধে, এবং ডাকাত দলের একজন,পাহারাদার সেজে, চর হাজীগঞ্জ আটো স্টান্ডে পাহারা দেয়, এবং পাহারাদারদের থেকে বাঁশি নিয়ে, ডাকাত দলের অন্য সদস্যরা,কয়েকজন বাজার ভোরে বাঁশি হুইচাল পারে, আর বাকি ডাকাত  দলের  সদস্য গুলো (১) চর হাজীগঞ্জের মৃতঃ সুবল  কর্মকারের ছেলে প্রফুল্ল কর্মকার (৩৫), পুষ্পিতা জুয়েলার্সের,৫ ভরি স্বর্ণালংকার,১২০ রুপা, ড্রায়ার ও আলমারি লোহার সিন্দুক ভেঙ্গে ৫  লক্ষাধিক,টাকার মালামাল ডাকাতি করে,

(২) গৌর চন্দ্র এর ছেলে  গোপীনাথ মজুমদার নিউ সুজলা জুয়েলার্সে ৪ ভরি স্বর্ণ ২০০ ভরি  রুপা ও কারিগর রবীন্দ্রনাথ রায় এর নিজের ২০,০০০/বিশ হাজার টাকা তালা, ড্রয়ার বাক্স ভেঙ্গে ডাকাতি করে।

( ৩) সুনীল কর্মকার ছেলে  শ্রীকান্ত কর্মকার আশা জুয়েলার্সে ৩.৫ ভরি স্বর্ণ লঙ্কার ও ১২০ ভরি রুপা, ও ৫৫ হাজার টাকা ক্যাশ ভেঙ্গে নিয়ে যায় ডাকাতেরা

(৪) চর হাজিগঞ্জ বাজারস্থ বারেক মোল্লার ছেলে গার্মেন্টস ব্যবসায়ী জোবায়ের মোল্লার বাসায় ঢুকে অস্ত্র ঠেকিয়ে ৪ ভরি  স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়

এ ব্যাপারে  চর হাজিগঞ্জ হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অফিস কক্ষে ব্যবসায়ী ও বিভিন্ন  মিডিয়াকর্মীদের সামনে, সকাল ১১ টায় কবিরুল আলম সভাপতি 

হাট বাজার সমিতিতে , উপস্থিত চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাবকে বলেন,ডাকাতি ঘটনার সময় আপনাকে ফোন দিলে আপনি ফোন রিসিভ করেননি,

ওই সময় ওই রাতে প্রেট্টল ডিউটি দায়িত্বরত এস আই ওয়াসেকে ফোন দিলে দায়িত্ব প্রাপ্ত পেট্র ল ডিউটি অফিসারজানায় হাজীগঞ্জে  কাছাকাছি ছিলাম তাহলে ডাকাতি হয় কিভাবে উত্তর দিতে পারেনি। 

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হক কেএকাধিবার ফোন দিলেফোন ধরেন। 

এলাকাবাসী ও সুশীল সমাজ বারবার ডাকাতি ঘটনা  আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থানেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোরালো দাবি করছে।

সারাদেশ

আরও পড়ুন