• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০২:১২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামের নাব্যতা রক্ষার খনন শুরু বুড়িতিস্তায়

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাব্যতা রক্ষার খনন শুরু বুড়িতিস্তায় প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন থেকে নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ তেলিপাড়া পর্যন্ত আট কিলোমিটারে খনন শুরু হয়েছে। 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িতিস্তা নদীতে তিন বছর পর ফের খননকাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ তেলিপাড়ায় আনুষ্ঠানিকভাবে এই খননকাজ শুরু হয়। বন্যা ও জলাবদ্ধতা থেকে কৃষকদের রক্ষা করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এ খননকাজ শুরু করেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, বুড়িতিস্তা নদীটি রাজারহাট সদর ইউনিয়ন ও চাকিরপশার ইউনিয়নে চাকিরপশার নদী নামে পরিচিত। ২০২১ সালে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের বুড়িতিস্তার উৎসমুখ ইটাকুড়ি এলাকা থেকে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পর্যন্ত ২০ কিলোমিটার নদী খনন শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। কিন্তু উৎসমুখের ইটাকুড়ি এলাকা থেকে ভাটিতে চাকিরপশার এলাকায় খননকাজ শুরু হলে স্থানীয় দখলদারেরা মামলা করে। মামলার জটিলতায় ২০২২ সালে খননকাজ বন্ধ হয়ে যায়। এ সময় বিএডিসি প্রায় দুই কিলোমিটার খনন করে কাজ বন্ধ করে দেয়। এতে বুড়িতিস্তা নদীর উৎসমুখ চাকিরপশার এলাকার পাঠানহাট, ইটাকুড়ি, নাজিমখান এলাকার তেলিপাড়া, সোমনারায়ণ ও রথিগ্রাম এলাকায় প্রতিবছর জলাবদ্ধতা দেখা দেয়। এতে প্রায় ২ হাজার ২০০ একর জমিতে আমন উৎপাদন ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে এবং জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশে আবার নদীর খননকাজ শুরু হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন