• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৮:৪৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় মরা গরুর গোশত বিক্রি: জরিমানা ২০ হাজার টাকা!

রিপোর্টার : মামিনুল ইসলাম মামুন
বগুড়ায় মরা গরুর গোশত বিক্রি: জরিমানা ২০ হাজার টাকা! প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় মরা গরুর গোশত বিক্রি করতে গিয়ে ধরা পড়ে ২০ হাজার টাকা গুনলেন জেলাল বেপারি নামে এক ব্যবসায়ী। সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। 


এর আগে সকালে বাজারে গোশতের পঁচা গন্ধে ক্রেতারা বিষয়টি টের পায়। ঘটনাটি হাটের ইজাজারাদারকে জানালে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়। 


খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান ঘটনাস্থলে যান। কর্মকর্তা নুসরাত জাহান প্রাথমিক যাচাই শেষে মরা গরুর গোশত সনাক্ত করেন। 


 দণ্ডিত জেলাল বেপারী জোড়গাছা ইউনিয়নের গোশাইবাড়ি গ্রামের মুন্টু বেপারীর ছেলে। তিনি চরপাড়া বাজরের সততা গোশত ভান্ডারের স্বত্ত্বাধিকারী।


উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাংসের কোয়ালিটি যাচাই করে বোঝা গেছে যে এটা আজকের জবেহ করা গরুর মাংস না। গোশত ও কলিজার অবস্থা খুবই খারাপ। আজকে জবাই করা মাংস হলে রক্ত ফ্রেস থাকতো। মাংসে রক্ত নেই আর যেখানে আছে তা কালো হয়ে গেছে। 


গোশত বিক্রির প্রতিটি প্রাণী জবাই হওয়ার পূর্বে চিকিৎসক কর্তৃক নীরিক্ষা নিশ্চিত হওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, আমাদের তত্বাবধানে করার কথা কিন্তু আমাদের জনবল কম দেখে তা করা সম্ভব হয় না। তবে হাট ইজারা কর্তৃপক্ষ নিয়ম করছেন যে ইজারা কমিটি ও ফিল্ড কর্মীর উপস্থিতিতে প্রাণী জবাই হবে।


এ বিষয়ে সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট কুরশিয়া আক্তার বলেন, পঁচে যাওয়া মাংস থেকে বিশ্রী দুর্গন্ধ আসছিল। পঁচা মাংসগুলো জব্দ করে পুতে ফেলা হয়েছে এবং জেলাল নামক কসাইকে সর্তক করা সহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।।

জাতীয়

স্বাস্থ্য

সারাদেশ

আইন আদালত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য পরামর্শ

বাংলাদেশ

বাজার দর

আরও পড়ুন