• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:২০
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

কবিতা- মিনতি

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কবিতা- মিনতি প্রিন্ট ভিউ

"মিনতি"

-----মোহাম্মদ সোহেল


আমিও যে কিছু কথা বলিতে চাই প্রিয়তমা!

সারা দিনের পর ক্লান্ত নিশিতে,

সারা গগণ ভর নক্ষ্ত্র তারাতে,

তোমার রুপের রেখা আকবো রুপার পালকে।

আমি তোমারি কবিতা তোমারি কাব্য হয়ে

কুন্জবন পথ-হাটবো,

রুপার পানসী হয়ে উরমিলায় ছুটব,

তরঙ্গে মাতব, হারাবো মহণায়,

কাঁদব তোমার মর্মের বেদনায় ;

আমার বার্তা বয়ে যাবে বহু দুর...

তোমার সুদুূর প্রসারিত অন্তরে

শ্বতদল হয়ে ছুটবো,শুভাস ছরাবো,

সোহাগে ভরাবো তোমার দুঃখ ভরা প্লাবনে।

চাইনা মিছে আশা,তামা কাশা,

আমি চিনিয়াছি ; সুরুপা, রুপালী রুপসী,

তাই তোমাতে তোমা মাঝে এই টুকু মিনতি।  

উপসম্পাদকীয়

আরও পড়ুন