• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:২৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ঘাটাইলে সরকারি ভাতাভোগীদের নিয়ে সংসদ সদস্যর মতবিনিময় সভা।

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ঘাটাইলে সরকারি ভাতাভোগীদের নিয়ে সংসদ সদস্যর মতবিনিময় সভা। প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল, ডিবি প্রতিবেদক ( টাঙ্গাইল)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলের ঘাটাইল উপজেলায় সরকারি ভাতা ভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়নের চেয়ারম্যানদের আয়োজনে ঘাটাইল সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী জনগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের সাফল্য তুলে ধরতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাতাভোগীদের নিয়ে মতবিনিময় সভা করেন টাংগাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান । সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। দ্রুত অগ্রসরমান এই উন্নয়ন দেশের সকল জনগোষ্ঠিকে সাথে নিয়ে। অগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রী অসহায় মানুষের কথা চিন্তা করে দেশে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ অসংখ্যক মানুষকে ভাতা প্রদান করেছেন। ফলে বৃদ্ধ বয়সে ঘরে বসে মোবাইলে ভাতা পাচ্ছে। অনুষ্ঠানে ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান হীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন,মো. সাইফুর রহমান মিনজু,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী,দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু,সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন,দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মুটু, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু ,রসুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান প্রমুখ

সারাদেশ

আরও পড়ুন