• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:১৫
ব্রেকিং নিউজ
হোম / আবহাওয়া

কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামের বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। শীতে জবুথবু পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

শুক্রবার (১৯ জানুয়ারি) তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

এক দিকে কাজের অভাব অপরদিকে গরম কাপড় কেনার সামর্থ না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি পর্যবেক্ষণাগার ও আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি। এর আগে বৃহস্পতিবার ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

কুড়িগ্রামের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিজ বলেন, গত ৮- ১০ বছরে কুড়িগ্রামে এমন পরিস্থিতি দেখিনি। আজও সেই কুয়াশা পড়ছে। চারিদিক ঢেকে গেছে, বয়স্ক মানুষদের নিয়ে খুব সমস্যা হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত এক সপ্তাহ ধরে জেলায় ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। গত ১০-১২ বছরে জেলায় এমন শীত পড়েনি। কেন না এবছর উত্তরীয় হিমেল হাওয়ার গতি ঘণ্টায় ৮-১২ কিমি। ফলে ঠান্ডার তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এরকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।

সারাদেশ

শীত

শৈত্যপ্রবাহ

আবহাওয়ার খবর

আরও পড়ুন