• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:২৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য জব্দ

রিপোর্টার : মো.আকতার হোসেন(খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক দ্রব্য জব্দ প্রিন্ট ভিউ

খাগড়াছড়িত টাস্কফোর্সের অভিযানে প্রায় পৌনে ৫ লাখ টাকার ভারতীয় মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী মন্দিরঘাট এলাকায় টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন।অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৮৭ হাজার টাকা। অভিযানে বিজিবির রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে রামগড় পৌরসভাধীন ২২১৬/৬ আরবি সীমান্ত পিলারের মন্দিরঘাট এলাকায় টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত থেকে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৯২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে পাচার করে আনা এসব মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মাদক বিজিবির ব্যবস্থাপনায় ধ্বংস করা হবে


সারাদেশ

মাদক

আরও পড়ুন