• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:৩৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বিলীন হচ্ছে সমুদ্রের সৌন্দর্য, রাস্তা নির্মাণ করে তরমুজ চাঁষ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বিলীন হচ্ছে সমুদ্রের সৌন্দর্য, রাস্তা নির্মাণ করে  তরমুজ চাঁষ প্রিন্ট ভিউ

আনোয়ার হোসাইন হৃদয়,রাঙ্গাবালী ( পটুয়াখালী ) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাহাজ মারা সমুদ্র সৈকতের মুল পয়েন্ট ও পর্যটকদের যাতায়াত স্পটে বেকু দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করে কয়েক শত একর জমিতে তরমুজের চাষ করেন স্হানীয় কিছু প্রভাবশালী মহল।

 সরেজমিনে গিয়ে দেখা যায়   প্রতিদিন হাজার হাজার পর্যটকের যাতায়াত। যেখানে প্রতিদিন ভ্রমন পিপাসু মানুষ তাদের মনে প্রশান্তির খোজে এখানে আসে সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য। জাহাজ মারা  একটি অপার সম্ভবনাময় সমুদ্র সৈকত, লাল কাকড়ার দ্বিপ খ্যাত এই সৈকত কে ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ব্যপক উৎসাহ উদ্দীপনা।

সেখানে প্রতিবছর তরমুজ চাষ  করে সৈকতের সৌন্দর্য বিলিন করার জন্য একটি মহল পায়তারা করছেন। এ বিষয় স্থানীয় লোকজনের দাবী এভাবে প্রতিবছর  সৈকতের জমি কেটে রাস্তা বানিয়ে তরমুজের  চাষ করছে।এবং  সৈকতের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের অপার সম্ভবনাময় পর্যটন এলাকা জাহাজ মারা সমুদ্র সৈকতে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে । ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।

সমুদ্র সৈকতে ঘুরতে  আশা মো : আল আমিন মৃধা বলেন, জাহাজ মারা সমুদ্র সৈকতে  হাজার হাজার মানুষ সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসে, যদি এ ভাবে রাস্তা তৈরি করে  তরমুজ চাষ করে তাহলে অচিরেই এই সৈকত বিলুপ্ত হয়ে যাবে। মানুষ  এখানে  আসে সৌন্দর্য উপভোগ করতে আর সেই সৌন্দর্য যদি রাস্তা তৈরি করে নষ্ট করে  তাহলে তো আর সৌন্দর্য থাকবে না।  ভ্রমণ পিপাসুরাও আর  এখানে  আসবে না।  তরমুজ চাষী একজন  মো: রাকিব মিয়া বলেন, আমরা প্রতিবছর তরমুজ চাষ  করি আমাদের কেউ বাধা না দেওয়ায় কাহারো অনুমতি ছারাই তরমুজ চাঁষ করে আসছি।

মাটি কেটে রাস্তা নির্মাণ করার  বিষয় জানতে চাইলে তিনি বলেন, জোয়ারের পানি ওঠলে   তরমুজ ক্ষেত ডুবে যাবে তাই রাস্তা  দিয়েছি। যাহাতে তরমুজ ক্ষেত ডুবে না যায়।

এ বিষয়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের   (স‍্যার) কাছে জানতে চাইলে তিনি  মুঠোফোনে বলেন, বিষয় টি আমি জানতে পেরেছি  তদন্ত সাপেক্ষে দ্রুত ব‍্যবস্হা নেওয়া হচ্ছে।

সারাদেশ

আরও পড়ুন