• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১১:৩৭
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ভূঞাপুরে রাষ্ট্রীয় শোক পালনে জাতীয় পতাকা উত্তোলন করেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে রাষ্ট্রীয় শোক পালনে জাতীয় পতাকা উত্তোলন করেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল,ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল) 

কুয়েতের মহামান্য আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ এঁর মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় ভাবে শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি নির্দেশনা ঘোষণা করা হয়। এতে করে দু'একটি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকলেও অধিকাংশ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতেই দেখা যায়নি। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাবরেজিস্টার অফিস, সমাজসেবা কার্যালয়, নির্বাচন অফিস, মহিলা বিষয়ক কার্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়, ভূঞাপুর ফাযিল মাদরাসা উল্লেখ্যযোগ্য। 

কুয়েতের আমিরের মৃত্যুতে দেশে শোক পালন সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপণ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোসহ গণমাধ্যম, ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৬ ডিসেম্বর থেকে প্রচার করা হয়। 

পতাকা উত্তোলন না করার বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস ছোবাহান জানান, আমি ঢাকায় ট্রেনিংএ আছি জেনে তারপর জানাচ্ছি।

সারাদেশ

আরও পড়ুন