• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৪:১৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রিপোর্টার : মো:খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত প্রিন্ট ভিউ

মো খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ  দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ মার্চ) সকালে পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শ্রদ্ধাঞ্জলীর মাধ্যমে স্মরণের পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে গার্ড অব অনার প্রদান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ মাহমুদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ: কুদ্দুস ,জেলা সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডা. সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিস ডিফেন্স,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, সুশীল সমাজ নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবন্দ, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।  অপরদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সার্বিক সহযোগিতায় এবং সিভিল সার্জন কার্যালয়ের উদ্যাগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,ব্লাড প্রেসার- সুগার, রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. হাবিবুর প্রথমে রক্তের গ্রুপ নির্ণয় করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন রক্তদান করেন।

দিবসটি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি এড. মাহবুবুল আলম খোকন, সাবেক উপ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন,  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুঁইয়া,  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারন সম্পাদক এড.সিরাজুল ইসলাম ফেরদৌসসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  নেতৃবৃন্দের বক্তব্যের বলেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির ক্রান্তিলগ্নে এমন দিক নির্দেশনামূলক ও সাহস জাগানীয়া স্বাধীনতার ডাক পৃথিবীর ইতিহাসে নজীরবিহীন।

জাতীয়

আরও পড়ুন