• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০২:২৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ইবিতে ‘আমার পেশায় আমি সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত

রিপোর্টার : ইদুল হাসান
ইবিতে ‘আমার পেশায় আমি সেরা’ শীর্ষক রম্য বিতর্ক অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

ইবি প্রতিনিধি:

‘আমার পেশায় আমি সেরা’ শীর্ষক বিষয়ে  ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় হলটির পত্রিকা স্ট্যান্ডে এ বিতর্কের আয়োজন করে সংগঠনটি।

বিতর্কে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সিনিয়র সদস্য মনজুরুল ইসলাম নাহিদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হল ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ও ইবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম এবং সহ-সভপতি আবু সোহান। এতে সময় নিয়ন্ত্রক ছিলেন অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল। 

এ রম্য বিতর্কে কৃষকের ভূমিকায় ছিলেন হাম্মাদ তালুকদার, শিক্ষকের ভূমিকায় আব্দুল্লাহ আল মাসুদ, মলম বিক্রেতা ইলিয়াস হোসেন, ব্যবসায়ী আবুল বাশার, আইনজীবী মোস্তাফিজুর রহমান, রাজনীতিবিদ শাহরিয়ার হোসেন, বই বিক্রেতা রাসেল আহমেদ এবং ডাক্তার শান্ত শিশির ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম নাহিদ বলেন, সকল পেশাকে অবশ্যই সম্মান দেখানো উচিত।কোন পেশাকে খাটো করে দেখা ঠিক নয়।সমাজের ভারসাম্য ঠিক রাখতে প্রত্যেকটি পেশাই সমান ভূমিকা পালন করে থাকে।

উল্লেখ্য, এসো যুক্তির সাথে.... এসো আগামীর পথে.... এ স্লোগানকে সামনে রেখে সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটি ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিভিন্ন টিভি বিতর্ক সহ আন্তঃহল বিতর্কে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।

সারাদেশ

আরও পড়ুন