• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:৫৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১

রিপোর্টার : মোশাররফ হোসেন রাজারহাট( কুড়িগ্রাম) :
রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত-১ প্রিন্ট ভিউ

মোশাররফ হোসেন রাজারহাট( কুড়িগ্রাম) :

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুকুল চন্দ্র নামে এক কাঠ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ২জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

ঘটনাটি  সোমবার(১১সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের শরিষাবাড়ীরহাট চর গতিয়াশাম গ্রামে ঘটেছে। এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানান, কাঠ মিস্ত্রি মুকুল চন্দ্র(৩৫) ঘর নির্মাণের জন্য সোমাবার (১১ সেপ্টেম্বর) সকালে নওশাদ হোসেনের বাড়ীতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শেষে ওইদিন বিকাল আনুমানিক ৫টার দিকে সুপারি গাছ বেয়ে নামার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ওই গাছে লেগে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য  ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। এসময় মুকুল চন্দ্রকে উদ্ধার করতে গিয়ে তার বড় ভাই আষাঢু(৩৮) এবং প্রতিবেশী স্বপন (২৫) গুরত্বর আহত হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জানতে পেরেছি, একজন মারা গেছে, তবে অফিসিয়ালিভাবে কেউ জানায়নি।

সারাদেশ

আরও পড়ুন