• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৬:২১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভূঞাপুরে রাস্তার কাজ বন্ধ করে দিলো এলাকাবাসী

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ভূঞাপুরে রাস্তার কাজ বন্ধ করে দিলো এলাকাবাসী প্রিন্ট ভিউ

 টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা রিপিয়ারিয়ের কাজে নিম্ন মানের ইট খোয়া ব্যবহার করে কাজ করায় এলাকাবাসী বন্ধ করে দিয়েছে। 

 বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার খুপিবাড়ির রাস্তা উন্নয়নে অনিয়মের অভিযোগে এ কাজ করে এলাকাবাসী। 

জানা যায় খুপিবাড়ি বাসস্ট্যান্ড থেকে বাগবাড়ি দুদু মিয়ার বাড়ি পর্যন্ত পাকা রাস্তাটি দীর্ঘ দিন যাবৎ লোকজনের চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্বাবধানে ১৭শ ৬০, মিটার দৈর্ঘে ৩ মিটার পাশে ৩৫ লাখ ১৫ হাজার ৮ শত টাকা ব্যয়ে রাস্তাটি নতুন করে সংস্কার করার বরাদ্দ দেয়া হয়। 

এলাকাবাসী জানায়, ঠিকাদার কাজের জন্য নিম্নমানের ইট খোয়া ব্যবহার কাজ করতে গেলে আমরা বন্ধ করে দিয়ে ভালো ইট দিয়ে কাজ করতে বলি।

উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, নির্বাচনের কারনে কয়েক দিন কাজ বন্ধ আছে এখন কাজ করে থাকলে তা আমার জানা নাই। আর যদি নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করে থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সারাদেশ

আরও পড়ুন